• বিপর্যয় মোকাবিলায় আগাম ব্যবস্থা নিতে কন্ট্রোলরুম খোলার নির্দেশ
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: গ্রীষ্মকালেও প্রায়ই বৃষ্টিপাত হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের তরফে জেলা প্রশাসনকে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী জুন মাস থেকেই জেলাজুড়ে ওই কন্ট্রোল রুম কার্যকর করার কথা বলা হয়েছে। সেইসঙ্গে জেলার নানা প্রান্তের নদীবাঁধ থেকে শুরু করে ফ্লাড রিলিফ সেন্টারগুলি কী অবস্থায় রয়েছে, তা দেখার নির্দেশও দেওয়া হয়েছে। এনিয়ে শনিবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ওই বৈঠকে একাধিক দপ্তরের প্রধান সচিবও উপস্থিতি ছিলেন। 

    ম্যারাথন বৈঠকে পাওয়া নির্দেশিকা অনুয়ায়ী প্রস্তুতি নিতে এখন থেকেই জেলা প্রশাসন কাজে নেমে পড়েছে। এবিষয়ে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, এদিনের বৈঠকে মূলত বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। সেই অনুসারে আগামী দিনে জেলাজুড়ে কাজ করা হবে। প্রশাসন সূত্রে খবর, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের তরফে জেলাকেন্দ্রিক একটি কন্ট্রোল রুম চালু করার কথা বলা হয়েছে। সেইসঙ্গে তিনটি মহকুমা এবং ১৯ ব্লকেও একইভাবে কন্ট্রোল রুম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে ব্লকস্তর থেকে শুরু করে জেলাস্তরে বৈঠক করার নির্দেশ রয়েছে। 

    এছাড়াও নদীবাঁধ থেকে শুরু করে নদীপাড় ও রাস্তা কী অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখার কথা বলা হয়েছে। পাশাপাশি পানীয় জল পরিষেবা কী অবস্থায় রয়েছে, তাও খতিয়ে দেখতে হবে। এছাড়াও জেলার স্বাস্থ্য পরিকাঠামো সহ সামগ্রিক বিষয়ে আগাম প্রস্তুতিমূলক বৈঠকের পরামর্শ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, রাজ্যের নির্দেশ মতো পদক্ষেপ করা হবে।
  • Link to this news (বর্তমান)