• রাজ্যে শান্তি বজায় রাখুন, চিঠি মমতার
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদে সাম্প্রতিক গোলমালের জন্য সরাসরি বিজেপি ও তার দোসরদের দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, এই প্রথম তাঁর নিশানায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘও। গেরুয়া শিবিরের বিভেদের রাজনীতির গোপন অ্যাজেন্ডা রূপায়িত করতেই দুই সম্প্রদায়ের মধ্যে যে গোলমাল বাধানোর চেষ্টা হয়েছে, তাও স্পষ্ট করেছেন তিনি। তাঁর কথায়, ‘বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। এই সঙ্গীদের মধ্যে আরএসএসও আছে। আমি আগে আরএসএসের নাম নিইনি, কিন্তু এবার বাধ্য হয়ে বলতে হচ্ছে।’ শনিবার রাতে রাজ্যবাসীর উদ্দেশে চারপাতার খোলা চিঠিতে তাঁর আবেদন, ‘শান্তি বজায় রাখুন। মিথ্যা সাম্প্রদায়িক প্রচারে বিপথগামী হবেন না। ভারতীয় হিসেবে আমাদের একত্রে থাকতে হবে।’  
  • Link to this news (বর্তমান)