নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলা নববর্ষ ও রাজ্য দিবস উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বারাসত শহরে শোভাযাত্রা করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে বারাসতের কলোনি মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রা শেষ হয় রথতলায়। মিছিলে নেতৃত্ব দেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। শোভাযাত্রার সামনের সারিতে ছিল লাল পাড় শাড়ি পরিহিত তৃণমূলের মহিলা ব্রিগেড। পাশাপাশি হাতে সুদৃশ্য পাখা ও শুভেচ্ছাবার্তার ব্যানার নিয়ে মিছিলে পা মেলান কর্মী-সমর্থকরা। এদিন মিছিল শেষে ‘ভুয়ো ভোটার’ নিয়ে সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার সাংবাদিকদের জানান, ‘দিদির দূত’ ডিজিটাল অ্যাপ রয়েছে তৃণমূলের। ডিজিটাল ব্যবস্থায় প্রশিক্ষিত তৃণমূলের কর্মীরা এই অ্যাপের মাধ্যমে বুথভিত্তিক ভুয়ো ও বহিরাগত ভোটারদের নাম যাচাই করার কাজ করবেন। কোনও এলাকায় সন্দেহজনক ভোটার কতজন আছেন, তা জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বাংলার ভোটরক্ষা’। ফলে, ভিন রাজ্যে বসে অনলাইনে বিজেপির ভুয়ো ভোটার বানানোর দিন শেষ। নিজস্ব চিত্র