• শ্যামপুরে এলোপাথারি কোপে গৃহবধূর মৃত্যু
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: পারিবারিক অশান্তির জেরে বড় জা’কে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল ছোট জা’য়ের বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শ্যামপুর থানার দক্ষিণ দেউলি এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সঞ্জু দলুই (৪৩)। শ্যামপুর থানার পুলিস অভিযুক্ত আরতি দলুইকে গ্রেপ্তার করেছে। আরতিকে আজ, রবিবার উলুবেড়িয়া আদালতে তোলা হবে। শ্যামপুর থানার পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দুই জ’য়ের আদায়-কাচকলায় সম্পর্ক। এ নিয়ে অশান্তি লেগেই থাকত পরিবারে। শনিবার দুপুরেও তেমনই ঝাগড়া লাগে দুই জা’য়ের মধ্যে। অভিযোগ, অশান্তি চরমে উঠলে আরতি দলুই ঘরে থাকা একটা ধারালো অস্ত্র দিয়ে বড় জা’কে এলোপাথারি কোপাতে থাকে। সঞ্জু দলুই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। 
  • Link to this news (বর্তমান)