• ভূতুড়ে ভোটার খুঁজতে ‘দিদির দূত’ অ্যাপ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূল
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভূতুড়ে ভোটার খুঁজছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এজন্য ‘দিদির দূত’ অ্যাপ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তাঁরা। প্রতিটি ব্লকে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে থাকছেন একজন করে ওয়ার্ড সুপারভাইজার। সেই ওয়ার্ড সুপারভাইজারদের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ৪ মে দমদম বারাকপুর সাংগঠনিক জেলার টিটাগড়ের জেলা অফিসে বৈঠক ডাকা হয়েছে। সেখানে কোথায় ভোটার তালিকা নিয়ে কী রকম সমীক্ষা হচ্ছে, তা নিয়ে আলোচনা হবে। এই সাংগঠনিক জেলায় আড়াইশোর বেশি ওয়ার্ড সুপারভাইজার নিযুক্ত হয়েছেন।

    বর্তমানে এই সাংগঠনিক জেলায় কোনও দলীয় সভাপতি নেই। তাপস রায় গত বছরের ৪ মার্চ বিজেপিতে যোগ দেওয়ার পর বর্তমানে ওই পদ শূন্য। তবে দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার সুপারভাইজার করা হয়েছে সাংসদ পার্থ ভৌমিককে। পরের স্তরে ব্লক বা ওয়ার্ড সুপারভাইজার এবং বুথ লেভেল এজেন্ট (বিএলএ)দের নিয়োগ করা হচ্ছে। তাঁদের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন হলেই তাঁরা ‘দিদির দূত’ অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

    এ ব্যাপারে শুক্রবার এই সাংগঠনিক জেলার সব টাউন বা ব্লক সুপারভাইজারদের নিয়ে বৈঠক হয় জেলা অফিসে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বাংলার ভোটরক্ষা’ কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয় তাঁদের। সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে দু’সপ্তাহ পরে, ৪ মে ওয়ার্ড সুপারভাইজারদের নিয়ে ফের বৈঠক করা হবে বলে জানান সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেন, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করাই আমাদের লক্ষ্য। সেই কাজ আমরা শুরু 

    করে দিয়েছি।   
  • Link to this news (বর্তমান)