• ধাপায় পুরসভার গ্যারাজেই লুটের ছক, নিরাপত্তাকর্মীকে খুনের চেষ্টা
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের অন্ধকারে কলকাতা পুরসভার ডাম্পিং গ্রাউন্ড ধাপায় নতুন গ্যারাজে লুটের চেষ্টা চালাল দুষ্কৃতীরা। তাদের আটকাতে গিয়ে ছুরির কোপে রক্তাক্ত হলেন গ্যারাজের নিরাপত্তারক্ষী। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। শনিবার সকালে প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুরসভা। তার ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিস। লালবাজার সূত্রের খবর, আহত নিরাপত্তা কর্মীর নাম অনাদি ত্রিপাঠী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দাবি, তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল। ধাপায় নিয়মিতভাবে ময়লা ফেলা হয়। পাশাপাশি সেখানে রয়েছে জঞ্জাল পুনর্নবীকরণের জন্য একাধিক প্রসেসিং ইউনিট। সেইসঙ্গে পুরসভার গ্যারাজও রয়েছে সেখানে। বহু বাতিল গাড়ি, ডাম্পার থেকে শুরু করে কম্প্যাক্টর এই গ্যারাজে রাখা হয়। অনেক সময় স্থানীয়দের বিরুদ্ধে ধাপার ভিতরে ঢুকে জঞ্জাল থেকে প্লাস্টিক বা প্লাস্টিকজাত অন্যান্য দ্রব্য কুড়িয়ে বাইরে বিক্রির অভিযোগে ওঠে। পুরসভার এই গ্যারাজ এবং স্টোররুমে বহু পুরনো যন্ত্রপাতি পড়ে থাকে। সেগুলি মাঝেমধ্যে নিলাম হয়। আহত নিরাপত্তারক্ষীর দাবি, সেই পুরনো যন্ত্রপাতি লুটের ছক ছিল দুষ্কৃতীদের। পুর কর্তৃপক্ষ জানাচ্ছে, শুক্রবার রাত একটা থেকে দেড়টার মধ্যে ঘটনাটি ঘটে। প্রায় ২০ জন দুষ্কৃতী হানা দেয় গ্যারাজে। সেখানে লোহা, অন্যান্য স্ক্র্যাপ বা পরিত্যক্ত যন্ত্রাংশ লুট করতেই এসেছিল তারা। গাড়ি থেকে বিভিন্ন যন্ত্রাংশ খুলে চুরি করার মতলব ছিল। কয়েকটি যন্ত্রাংশ খুলেও ফেলেছিল তারা। সেই আওয়াজ শুনে চিৎকার শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে আশপাশে থাকা নিরাপত্তাকর্মীরা ছুটে আসেন। সেই সময় দুষ্কৃতীদের আটকাতে গেলে আমাকে ছুরি দিয়ে কোপ মারা হয়। পিঠ সহ একাধিক জায়গায় ক্ষত তৈরি হয়েছে। তাঁর মাথায়ও আঘাত লেগেছে বলে খবর। অন্যান্য নিরাপত্তাকর্মীরা ছুটে আসতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় সেখানকার দায়িত্বপ্রাপ্ত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে। খবর পেয়ে আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। আহত নিরাপত্তারক্ষী অনাদি ত্রিপাঠীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়।

    কলকাতা পুরসভা জানিয়েছে, ইতিমধ্যেই প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অফিসারদের অনুমান, দুষ্কৃতীরা স্থানীয়। না হলে এত লোক পুরসভার গ্যারাজে ঢোকার সাহস পেত না। গোটা এলাকা উঁচু পাঁচিল এবং কাঁটাতার দিয়ে মোড়া। সেইসব টপকে দুষ্কৃতীরা কোনওভাবে ভিতরে ঢুকেছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিস। 
  • Link to this news (বর্তমান)