সাড়ে ৫ লক্ষের গয়না হাতিয়ে বন্ধক, দোকানের কারিগর গ্রেপ্তার
বর্তমান | ২০ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাড়ে পাঁচ লক্ষ টাকার সোনার গয়না পালিশের জন্য দোকান মালিক কারিগরকে দিয়েছিলেন। সেই সোনা বন্ধক রেখে টাকা নিয়ে চম্পট কারিগরের। অভিযুক্তের নাম শ্যামল পাল। মালিক অভিযোগ করেছিলেন মুচিপাড়া থানায়। শুক্রবার গভীর রাতে পুলিস হালিশহর থেকে অভিযুক্ত কারিগরকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক ছ’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী আদালতে বলেন, ‘পুলিস ধৃতকে জেরা করে কলকাতার এক ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া সোনার কিছু অংশ উদ্ধার করেছে।’ আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর মালিক একাধিকবার কারিগরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। কারিগর নিজের মোবাইল ফোনের সিম পাল্টে ফেলেছিলেন।
যদিও অভিযুক্তের মোবাইল ফোনের সূত্র ধরেই পুলিস তাঁকে গ্রেপ্তার করে। পুলিসের কাছে ধৃত জানান, পরিবারের কিছু সমস্যার জন্য তিন এই কাজ করেছেন। এদিন বিচারক মামলার নথিপত্র ও কেস ডায়েরি খতিয়ে দেখে ধৃতের জামিনের আর্জি নাকচ করে দেন।