• লেডিস স্পেশালে এবার সফর করতে পারবেন পুরুষ যাত্রীরা
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ ডিভিশনে এবার লেডিস স্পেশাল লোকাল ট্রেনে পুরুষ যাত্রীদের সফরের সুযোগ মিলবে। এই ব্যস্ত ডিভিশনে মাতৃভূমি লোকাল নামে ৬ জোড়া স্পেশাল ট্রেন চলে। এতদিন সেই ট্রেনে শুধুমাত্র মহিলা যাত্রীরাই উঠতে পারতেন। সম্প্রতি শিয়ালদহ ডিভিশনে সমস্ত লোকাল ১২ কোচ বিশিষ্ট হয়েছে। আগের ৯ কামরার ট্রেন বর্তমানে অতীত। বাড়তি তিনটি কোচ যুক্ত হওয়ায় বহু ক্ষেত্রেই লেডিস স্পেশাল ট্রেনগুলিতে আগের মতো ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। রেল কর্তাদের দাবি, অনেক ক্ষেত্রে বসার আসনও খালি থাকছে মাতৃভূমিতে, যা নিয়ে পুরুষ যাত্রীরা প্রশ্ন তোলেন। তাই ডিভিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুব শীঘ্রই মাতৃভূমি লোকালের দুই থেকে তিনটি কামরা সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। অর্থাৎ সংশ্লিষ্ট কোচে পুরুষ-মহিলা সকল যাত্রীই উঠতে পারবেন।

    এই মুহূর্তে শিয়ালদহ ডিভিশনে ছয় জোড়া লেডিস স্পেশাল চলছে। শিয়ালদহ স্টেশন থেকে আপ-ডাউনে এক জোড়া করে ট্রেন বারুইপুর-ক্যানিং, রানাঘাট-কৃষ্ণনগর, বনগাঁ-বারাসত রুটে চলাচল করে। রানাঘাট থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ছেড়ে শিয়ালদহে ট্রেনটি পৌঁছয় সকাল ৯টা ২৮ মিনিটে। অপরটি শিয়ালদহ থেকে বিকেল ৫টা ৫৪ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রানাঘাট পৌঁছয়। কৃষ্ণনগর থেকে সকাল ৮টা ৪০ মিনিটের মাতৃভূমি লোকাল সকাল ১১টায় শিয়ালদহে ঢোকে। শিয়ালদহ থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে ট্রেনটি সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে রানাঘাটে পৌঁছয়। অন্যদিকে, বারাসত ও বনগাঁ থেকে শিয়ালদহের উদ্দেশ্যে মাতৃভূমি লোকাল ছাড়ে যথাক্রমে সকাল ৯টা ৩৫ মিনিট ও সকাল ৭টা ১৫ মিনিট। সংশ্লিষ্ট ট্রেন দু’টি গন্তব্যে পৌঁছয় যথাক্রমে সকাল ১০টা ২০ মিনিট ও সকাল ৯টা ১৫ মিনিটে। শিয়ালদহ থেকে আপে বারাসত-বনগাঁগামী ট্রেন দু’টি ছাড়ে যথাক্রমে সন্ধ্যা ৬টা ১৪ মিনিট ও বিকেল ৫টা ৩২ মিনিটে। একইভাবে ক্যানিং ও বারুইপুর থেকে শিয়ালদহের উদ্দেশ্যে জোড়া মাতৃভূমি লোকাল ছাড়বে যথাক্রমে সকাল ৮টা ৩৩ মিনিট ও সকাল ৯টা ৪২ মিনিটে। লেডিস স্পেশাল ট্রেন দু’টি শিয়ালদহে ঢুকবে যথাক্রমে সকাল ৯টা ৪৮ মিনিট ও সকাল সাড়ে ১০টায়। 

    শিয়ালদহ থেকে আপে সংশ্লিষ্ট জোড়া মাতৃভূমি লোকাল ছাড়ে যথাক্রমে সন্ধ্যা ৬টা ২০ মিনিট ও বিকেল ৫টা ৩৫ মিনিট। গন্তব্যে পৌঁছবে যথাক্রমে  সন্ধ্যা ৭টা ৩৫ মিনিট ও সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে। 
  • Link to this news (বর্তমান)