• গরমে পানীয় জলের সমস্যা ঠেকাতে চালু হেল্পলাইন নম্বর
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই গরমের মধ্যে রাজ্যের কোথাও পানীয় জলের সঙ্কট যাতে না হয়, তার জন্য এক গুচ্ছ পদক্ষেপ গ্রহণ করল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হেল্পলাইন নম্বর চালু থেকে শুরু করে প্রত্যেক ব্লকে কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। কোথাও জল সরবরাহে বিঘ্ন হওয়ার খবর এলেই ব্লক স্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অপারেটরদের নিয়ে গঠিত এই কিউআরটি সেখানে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করবে। পানীয় জল পেতে সমস্যা হলে ৮৯০২০২২২২২ এবং ৮৯০২০৬৬৬৬৬ নম্বরে হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানো যাবে। 

    পর্যাপ্ত পানীয় জলের সরবরাহ নিয়ে প্রত্যেক ব্লকে একটি করে কর্মশালার আয়োজনও করা হয়েছে। বিডিও, জুনিয়র ইঞ্জিনিয়ার ছাড়াও এই কর্মশালাগুলিতে উপস্থিত থাকছেন ওই এলাকার থানার ওসি বা আইসি এবং জনপ্রতিনিধিরা। সংশ্লিষ্ট ব্লকে পর্যাপ্ত পানীয় জল সরবরাহের লক্ষ্যে কোন প্রকল্পের কাজ চলছে, কোন প্রকল্প শেষ হতে কত সময় লাগবে ইত্যাদি বিষয়ে আলোচনা হচ্ছে কর্মশালায়। রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, জনপ্রতিনিধি এবং পুলিসের সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগ থাকে। মানুষের অভাব-অভিযোগ শুনে তাঁরা যাতে সঠিক তথ্য পৌঁছে দিতে পারেন, সেই লক্ষ্যেই এঁদের কর্মশালায় যুক্ত করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গ্রীষ্মে যাতে জলের সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। পশ্চিমাঞ্চলের জেলাগুলির দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ‘পাম্পিং আওয়ার’ অর্থাৎ জল তোলার সময় বৃদ্ধি করা হয়েছে। ১৬ ঘণ্টা থেকে বাড়িয়ে কোথাও কোথাও তা ২২ থেকে ২৩ ঘণ্টা করা হয়েছে। ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ার বিষয়টিতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। গতবারের তুলনায় ভ্রাম্যমান জলের ট্যাঙ্কের সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫৫ করা হয়েছে। এছাড়া, ‘জলস্বপ্ন’ প্রকল্পে দেওয়া পানীয় জলের সংযোগের ক্ষেত্রে কোথাও যাতে ‘ড্রাই ট্যাপ’ (কল থাকলেও জল নেই) না থাকে, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।
  • Link to this news (বর্তমান)