• জেইই মেইনে সেরার তালিকায় রাজ্যের দুই পড়ুয়া
    বর্তমান | ২০ এপ্রিল ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা জেইই মেইনের দ্বিতীয় সেশনে সারা দেশের শীর্ষস্থানাধিকারীদের মধ্যে রয়েছেন এ রাজ্যের দু’জন। কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী দেবদত্তা মাঝি এবং খড়্গপুরের একটি বেসরকারি স্কুলের ছাত্র অর্চিষ্মান নন্দী।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) স্কোর অনুযায়ী, দু’জনেই ১০০ পেয়েছেন। এর ফলে তাঁরা স্থান করে নিয়েছেন দেশের ২৪ জন ১০০ স্কোর করা ছাত্র-ছাত্রীর মধ্যে। দেবদত্তা জেইই’র প্রথম সেশনে অল্পের জন্য ১০০ স্কোর পাননি। তবে রাজ্যের মধ্যে সেবার প্রথম হয়েছিলেন। আগাগোড়া মেধাবী দেবদত্তা মাধ্যমিকেও প্রথম হয়েছিলেন। আর অর্চিষ্মান আইসিএসই পরীক্ষায় দেশের মধ্যে পঞ্চম স্থান পেয়েছিলেন। এই সেশনে দেশজুড়ে প্রায় ১০ লক্ষ ছাত্র-ছাত্রী বসেছিল পরীক্ষায়। 
  • Link to this news (বর্তমান)