এই সময়, বেলপাহাড়ি: কুকুরের তাড়া খেয়ে জঙ্গল ছেড়ে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটি চিতল হরিণ। শনিবার বিকেলে হরিণকে ঘিরে হইচই পড়ে যায় বেলপাহাড়ি থানার মনিয়ারডি গ্রামে।
জানা গিয়েছে, মনিয়ারডি গ্রামের বাসিন্দা প্রেমানন্দ মুর্মুর বাড়িতে হঠাৎ করে একটি চিতল হরিণ ঢুকে পড়ে। পরিবারের সদস্যরা দেখেন হরিণটি ডান পায়ে ক্ষত রয়েছে। ঘরের হরিণটিকে আটকে রেখে বাঁশপাহাড়ি পুলিশ ফাঁড়িতে এবং বাঁশপাহাড়ি বিট হাউসে খবর দেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা ও পুলিশ। হরিণটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান তাঁরা। প্রেমানন্দ মুর্মু বলেন,‘বিকেলে স্ত্রীর চিৎকারে শুনে ছুটে গিয়ে দেখি ঘরের মধ্যে একটি চিতল হরিণ ঢুকে পড়েছে। হরিণটির ডান পায়ে গভীর ক্ষত ছিল। তারপরেই পুলিশ এবং বনদপ্তরকে জানালে তারা হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।’
বাঁশপাহাড়ির রেঞ্জ অফিসার মিহির প্রামাণিক জানান, উদ্ধার হওয়া চিতল হরিণটিকে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে এলাকার মানুষজন জঙ্গলে কেন্দু ফল ও পাতা সংগ্রহ করতে গিয়ে তিন থেকে চারটি চিতল হরিণ দেখতে পায়। প্রেমানন্দ মুর্মুর আরো দাবি করেছেন, হরিণের পাশাপাশি কয়েকদিন আগে ভালুকও দেখেছিলেন জঙ্গলে পাতা সংগ্রহ করতে যাওয়া গ্রামের মহিলারা।
কয়েক মাস আগে উড়িষ্যার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে বাঘিনী জিনাত ঢুকে পড়েছিল বেলপাহাড়ির জঙ্গলে। পরে ঝাড়খণ্ড থেকেও একটি বাঘ ঢুকে পড়েছিল বেলপাহাড়িতে। জঙ্গলে প্রচুর পরিমাণে ময়ূর, বন শুয়োর, নেকড়ে– সহ বিভিন্ন জীবজন্তু রয়েছে। কিন্তু বিগত কয়েক বছরে হরিণের দেখা পাওয়া যায়নি। বাঘের পরে এবার হরিণের দেখা পাওয়া যাওয়াই খুশি পরিবেশ প্রেমীরা। তাঁদের দাবি, বেলপাহাড়ির জঙ্গলের ঘনত্ব বাড়ায় বন্যপ্রাণ আগের জায়গায় ফিরে আসছে।