• আরজি কর কাণ্ড: অভীক-বিরূপাক্ষের পোস্টিং নিয়ে ফের ক্ষোভ
    এই সময় | ২০ এপ্রিল ২০২৫
  • এই সময়: আরজি কর নিয়ে আন্দোলন শুরু হতেই থ্রেট কালচার নিয়ে অভিযোগের পাহাড় তৈরি হয়েছিল স্বাস্থ্য মহলে। আর সেই হুমকি সংস্কৃতিতে ইন্ধন দেওয়ার অভিযোগে বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে–কে সাময়িক সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে তদন্ত কমিটি গড়েছিল স্বাস্থ্য দপ্তর।

    অভিযোগের সপক্ষে প্রমাণ পাওয়া গিয়েছে বলে বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের নিয়ে গঠিত কমিটি দু’টি রিপোর্টও জমা করেছিল। কিন্তু অভিযোগ, সেই রিপোর্ট দেখে আর কোনও বাড়তি শাস্তিমূলক পদক্ষেপ করেনি স্বাস্থ্যভবন।

    উল্টে ফের এখন ওই দুই অভিযুক্ত চিকিৎসককে স্বমহিমায় বহাল করা হচ্ছে তাঁদের পছন্দের মেডিক্যাল কলেজে। এমনই অভিযোগ তুলে এ বার সোচ্চার হলেন চিকিৎসকরা।

    এ নিয়ে প্রতিবাদ জানিয়ে শনিবার মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছে চিকিৎসকদের পাঁচটি সংগঠনের যৌথ মঞ্চ। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব এবং গ্রিভান্স রিড্রেসাল সেলের প্রধানকে।

    কারণ, যৌথ মঞ্চের দাবি, বিভিন্ন সূত্র মারফত তাঁরা ওই দুই অভিযুক্ত চিকিৎসককে স্বস্থানে পুনর্বহাল করার যে পরিকল্পিত উদ্যোগের খবর পাচ্ছেন, তাতে ফের ভয়ের রাজনীতি ও দুর্নীতি ফিরে আসার আশঙ্কা প্রবল। তাই কাল, সোমবার বিকেলে স্বাস্থ্যকর্তাদের স্মারকলিপি দেওয়ার জন্য স্বাস্থ্যভবনে জমায়েতের ডাক দিয়েছে যৌথ মঞ্চ। তাতে সামিল হওয়ার জন্য সিনিয়র-জুনিয়র চিকিৎসক, ডাক্তারি পড়ুয়া ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)