• Breaking News Live: জাফরাবাদে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক
    এই সময় | ২০ এপ্রিল ২০২৫
  • সামশেরগঞ্জে বাবা-ছেলের খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, চোপড়া থেকে গ্রেপ্তার হয়েছেন জিয়াউল শেখ।

    বাম সংগঠনগুলোর ডাকে বর্ধমান থেকে ব্রিগেড সমাবেশের উদ্দেশে রওনা দিয়েছেন বাম সমর্থকরা। রবিবার সকাল থেকে ব্রিগেড সমাবেশে যোগ দিতে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক-সহ বর্ধমান থেকেও সড়ক পথ ও রেলপথে কলকাতার ব্রিগেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাম সমর্থকেরা।

    রবিবার দেশবাসীকে ‘ইস্টার’-এর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা, ডিএ আন্দোলনকারী-সহ সাতটি সংগঠনের যৌথ মঞ্চ। তবে তাঁরা সোমবারের নবান্ন অভিযান স্থগিত রেখেছে। এ বিষয়ে আজ নিজেদের অবস্থান স্পষ্ট করতে সাংবাদিক বৈঠক করবেন তাঁরা।

    আজ ব্রিগেডে জনসভা রয়েছে সিপিএমের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের। হাওড়া, শিয়ালদহ, হেস্টিংস, এক্সাইড মোড়, সুবোধ মল্লিক স্কোয়্যার, পার্কসার্কাস, মৌলালির কাছে রামলীলা ময়দান ও সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে মিছিল যাবে ব্রিগেডের উদ্দেশে। পুলিশ সব রকমভাবে তৈরি রয়েছে। আজকের ব্রিগেডের উদ্যোক্তা সিপিএমের শ্রেণিভিত্তিক সংগঠন কৃষক, ক্ষেতমজুর এবং শ্রমিক ফ্রন্ট।

  • Link to this news (এই সময়)