উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন...
আজকাল | ২০ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পাণ্ডবেশ্বর থানার ডিহি পার্ক সংলগ্ন এলাকা থেকে উদ্ধার শিশুর মাথার খুলি, হাড়, চুল ও কাপড়ের টুকরো। এর আগে এই এলাকার কাছাকাছি একটি স্টেডিয়াম থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল স্নেহা ও স্নিগ্ধা বাউরি নামে বছর দশেকের দুই যমজ বোন। শনিবার খুলি-সহ অন্যান্য জিনিস উদ্ধার হওয়ায় প্রশ্ন উঠেছে, এগুলি নিখোঁজ দুই বোনের কিনা!
২০২৪ সালের ১ ডিসেম্বর সকালবেলা কুমারডিহি স্টেডিয়াম থেকে নিখোঁজ হয়ে যায় ওই এলাকার দুই বোন। অন্ডালের কাজোরা গ্রামে তাদের বাড়ি হলেও ওই দুই বোন কুমারডিহি গ্রামের বাউরি পাড়ায় তাদের মামারবাড়ি থাকত। এই নিখোঁজ নিয়ে এলাকায় তৈরি হয়েছিল চাপা ক্ষোভ। এমনকী দুই বোনের সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা ঘোষণাও করা হয় পুলিশের পক্ষ থেকে। কিন্তু তারপরও সন্ধান পাওয়া যায়নি।
জানা গিয়েছে, এদিন পার্ক সংলগ্ন এলাকায় হাড় দেখতে পেয়ে স্থানীয়দের তরফে পুলিশে খবর দেওয়া হয়। এরপর যখন ওই হাড় বা অন্যান্য জিনিস উদ্ধারের সময় পুলিশের সঙ্গে নিখোঁজ বোনদের আত্মীয়দের দেখা যায় তখন এই প্রশ্ন ওঠে ঘটনার সঙ্গে কি যমজ বোনদের কোনও সম্পর্ক আছে? যে জায়গা থেকে এগুলি উদ্ধার হয়েছে সেই জায়গা ঘিরে দেয় পুলিশ। পরীক্ষার জন্য ফরেন্সিক দল আসতে পারে বলে জানা যায়। তবে এগুলি ওই দুই শিশুর কিনা তা ডিএনএ পরীক্ষার পরেই নিশ্চিতভাবে বলা যাবে।