• এই ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার আপডেট
    আজ তক | ২০ এপ্রিল ২০২৫
  • বৃষ্টির দাপটে ভ্যাপসা গরম কিছুটা কমেছে। কিন্তু সেই সঙ্গে ফের নতুন করে সক্রিয় হয়েছে ঝড়বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবারও রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—প্রায় সব জেলাতেই বজ্র-ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

    ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
    আবহাওয়া দফতরের মতে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার হতে পারে। কোথাও কোথাও সেই গতি পৌঁছতে পারে ঘণ্টায় ৫০ কিমি-র কাছাকাছি। এমনকি কোনও কোনও জেলায় হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত।

    এই ঝড়বৃষ্টির পরিস্থিতি চলতে পারে ২০ এপ্রিল পর্যন্ত। আগামিকাল ২১ এপ্রিলও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

    উত্তরে কী অবস্থা?
    উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙ—এই জেলাগুলিতেও ২৪ এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ উত্তরবঙ্গেও থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।

    তাপমাত্রার আপডেট
    তাপমাত্রা এখনই খুব একটা ওঠানামা করবে না বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একইরকম থাকবে। তবে তারপরে চার দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। একই পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও প্রযোজ্য।
  • Link to this news (আজ তক)