নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন। ফলে সকালের দিকে গরমের দাপট খুব বেশি নেই। তবে বেলা বাড়তেই অস্থির হতে হবে শহরবাসীকে। সকাল ১০টার পর থেকেই তেড়েফুঁড়ে উঠছে রোদ। তুলনায় বিকেলের পর সাময়িক স্বস্তির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ রবিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ডিগ্রি ও ২৭ ডিগ্রির আশেপাশে। গতকাল, শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৭.৮ ডিগ্রি। অর্থাৎ পরিসংখ্যান বলছে, গতকালের তুলনায় আজ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় তেমন বৃষ্টিপাত হয়নি।হাওয়া অফিস সূত্রে দাবি, আজ রবিবারে আবহাওয়ার তারতম্য খুব বেশি প্রভাব না পড়লেও, সোমবার থেকে পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা একধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে নাকাল হতে হবে দক্ষিণবঙ্গবাসীদের।