• বিনামূল্যে ৯ ঘণ্টায় ১০৯ জন রোগীর অ্যাঞ্জিওগ্রাম সরকারি হাসপাতালে
    দৈনিক স্টেটসম্যান | ২০ এপ্রিল ২০২৫
  • ৯ ঘণ্টায় ১০৯ জন রোগীর অ্যাঞ্জিওগ্রাম করে নজির স্থাপন করল নদিয়ার কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। বিশ্বজোড়া নজির স্থাপন, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

    গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। রাজ্যের একমাত্র সরকারি হার্টের হাসপাতাল। হাসপাতালটি কল্যাণীর গয়েশপুর পৌরসভার অধীনে অবস্থিত। রাজ্যের একটিমাত্র সরকারি হার্টের হাসপাতাল, তা সত্ত্বেও পরিকাঠামো নিয়ে নানান অভিযোগ রয়েছে। কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে মাত্র ৯ ঘণ্টায় ১০৯ জন রোগীর অ্যাঞ্জিওগ্রাম করে নজির সৃষ্টি করলেন হাসপাতালের চিকিৎসকরা।

    এই প্রসঙ্গে গান্ধী মেমোরিয়াল হাসপাতালের সুপার চিকিৎসক আশীষ মৈত্র বলেন, পরিকাঠামোর অভাব রয়েছে এটি মানতে পারছি না। কাছাকাছি এইমস হাসপাতাল রয়েছে। সেখান থেকে বহু রোগী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। প্রতিদিন রোগীর চাপ বেড়ে গিয়েছিল। তখন হাসপাতালের চিকিৎসক চন্দন মিশ্রের নেতৃত্বে একদিনে একাধিক অ্যাঞ্জিওগ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে আমরা সফল হয়েছি। এটি বিশ্বজোড়া নজির।

    নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ২৪ পরগনা ছাড়াও বহু জেলার রোগীরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে হার্টের চিকিৎসা করাতে ভিড় জমান। চিকিৎসক চন্দন মিশ্র বলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন হাসপাতালে সবাই। একদিনে ১০৯ জনের অ্যাঞ্জিওগ্রাম করার ক্ষেত্রে টিমে ছিলেন ৫ সদস্যের চিকিৎসকের দল,২ জন টেকনিশিয়ান ও নার্সিং স্টাফ এবং অবশ্যই সহযোগিতা করেছেন হাসপাতালে সুপার চিকিৎসক আশীষ মৈত্র। ১০৯ জন রোগীর মধ্যে ৯৫ জন পুরুষ ও ১৪ জন মহিলার অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে। এটি গান্ধী মেমোরিয়াল হাসপাতালের নজিরবিহীন সাফল্য। রোগী চায়না মণ্ডল, ঝুনু দাসরা বলেন, বিনামূল্যে দ্রুত এই চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি তাঁরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)