ফের আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের শেষেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। কিন্তু সোমবার থেকে চড়তে পারে পারদ। পরিবর্তন হবে আবহাওয়া। এমনকি পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অসম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বাংলাদেশের এই ঘূর্ণাবর্তের উপর দিয়েই ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখার বিস্তার লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে, দক্ষিণ ভারতের মধ্য মহারাষ্ট্র থেকে গাল্ফ অফ মান্নার পর্যন্ত আরও একটি অক্ষরেখা অবস্থান করছে। ফলে সপ্তাহের শেষে রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
সোমবার থেকে আবহাওয়ার চাকা ঘুরবে। আকাশ সামান্য মেঘলা থাকলেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে। বুধবার পর্যন্ত তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গে অবশ্য প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি, সিকিম, অসম, মেঘালয়েও অতি ভারী বৃষ্টি হতে পারে।