• স্বমহিমায় বৈশাখ! এবার চড়চড় করে চড়বে পারদ! ক'দিন পরেই তাপপ্রবাহের রক্তচক্ষুও...
    ২৪ ঘন্টা | ২০ এপ্রিল ২০২৫
  • অয়ন ঘোষাল: আজ, রবিবার থেকে ঝড়ের আশঙ্কা ক্রমশ কমবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে কিছু জেলায়। কলকাতায় আংশিক মেঘলা আকাশ হলেও খুব উল্লেখ্যযোগ্য বৃষ্টির সম্ভবনা নেই। সোম থেকে বৃষ্টি কার্যত বন্ধ। বুধবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতে ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।


     সিস্টেম

    পাঞ্জাব উত্তর প্রদেশ আসাম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত। বাংলাদেশের এই ঘূর্ণাবর্তের উপর দিয়েই ঝাড়খন্ড থেকে আসাম পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। এছাড়াও পাঞ্জাব থেকে ঝাড়খন্ড পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। দক্ষিণ ভারতের মধ্য মহারাষ্ট্র থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত আরও একটি অক্ষরেখা।


     দক্ষিণবঙ্গ

    রবিবার ও সোমবার ঝড়ের সম্ভাবনা কার্যত নেই। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমবে। রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম-- এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হতে পারে। সোমবার বৃষ্টির পরিমাণ আরো কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে। সোমবার আংশিক মেঘলা আকাশ, আবহাওয়ার পরিবর্তন। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ, তাপমাত্রা বাড়বে হু হু করে। সোমবার থেকে বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উইকেন্ডে পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

    উত্তরবঙ্গ

    রবিবার ও সোমবারে উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস।  বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং থেকে মালদা সব জেলায়। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বইতে পারে। কাল থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বুধবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

    কলকাতা

    আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় সকালে কুয়াশা/ধোঁয়াশা শহরে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা এবং পাল্লা দিয়ে অস্বস্তি। আগামী সপ্তাহে শেষ দিকে কলকাতার তাপমাত্রা ৩৭/৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। প্রায় তাপপ্রবাহ বা ফিল লাইক অনুভূতি হতে পারে কলকাতায়। 

    কলকাতার তাপমান

    রাতের তাপমাত্রা ২৫.২ থেকে ২ ডিগ্রি বেড়ে ২৭.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ থেকে ২ ডিগ্রি বেড়ে ৩৩.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯১ শতাংশ। 

    ভিনরাজ্য

    ভারী বৃষ্টির সঙ্গে নতুন করে তুষারপাতের সম্ভাবনা জম্মু ও কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গ সিকিম, আসাম মেঘালয়ে। তাপপ্রবাহের সম্ভাবনা রাজস্থান ও মধ্যপ্রদেশে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়ারাতে। উত্তরপ্রদেশ ও রাজস্থানে ধুলিঝড়ের আশঙ্কা। কুড়ি থেকে ত্রিশ কিলোমিটার গতি বেগে ধুলিঝড় হতে পারে গুজরাটেও।

  • Link to this news (২৪ ঘন্টা)