সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিগেড সমাবেশে কি শেষ পর্যন্ত বক্তব্য রাখবেন দলের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়? শেষ মুহূর্ত পর্যন্ত সাসপেন্স বজায় রাখছে বামেরা। দলের একাংশের যুক্তি গণসংগঠনের ডাকা ব্রিগেডে যুবনেত্রী মীনাক্ষীর বলার কোনও অর্থ নেই। আবার পার্টির একটা বড় অংশ মনে করছে, মীনাক্ষীর মতো তরুণ সুবক্তাকে বক্তা তালিকায় না রাখলে ভিড় টানা মুশকিল। শেষ পর্যন্ত আদৌ মীনাক্ষী বলবেন কিনা, সেটা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে। যা রীতিমতো নিরুৎসাহ করছে বামেদের তরুণ ব্রিগেডকে।
এবার সরাসরি সিপিএমের ব্যানারে ব্রিগেড হচ্ছে না। এবারের আয়োজক দলের শ্রমিক, কৃষক, খেতমজুর সংগঠন। ফলে ব্রিগেডের সমাবেশের বক্তা তালিকায় রয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ছাড়াও অনাদি সাহু, নিরাপদ সর্দার, বন্যা টুডু, অমল হালদার ও সুখরঞ্জন দে প্রমুখ পার্টির শ্রমিক, কৃষক ও খেতমজুর সংগঠনের নেতারা। দলের যুবনেত্রী ও সদ্য পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়কে ব্রিগেডের বক্তা তালিকায় নাম দেওয়া হয়নি। যা হতাশ করছে বামেদের তরুণ ব্রিগেডকে।
বিগত কয়েক দশক ধরে সিপিএমের ব্রিগেডে উল্লেখযোগ্য ভিড় হয়েছে। বাংলা থেকে পার্টি ক্ষমতাচ্যুত হওয়ার পরেও ভিড় হয়েছে ব্রিগেডের মাঠে। গত বছর মীনাক্ষীর আয়োজনে ‘ইনসাফ যাত্রা’র সমাবেশেও ভিড় হয়েছিল। সেই ব্রিগেডের মূল আয়োজক ছিল ডিওয়াইএফআই। কার্যত প্রাণপাত করে খেটেছিলেন বাম ছাত্র-যুবরা। কিন্তু এবারের ব্রিগেড নিয়ে তেমন উৎসাহ নেই ছাত্র-যুবদের মধ্যে। আগেরবার ব্রিগেড নিয়ে সোশাল মিডিয়ায় যেভাবে প্রচার হয়েছিল, সেটার ছিটেফোঁটাও এবার দেখা যাচ্ছে না। ডিওয়াইএফআইয়ের ব্রিগেডের গোটা ব্যবস্থাপনা এবং রাজ্যজুড়ে প্রচারের কাজটা সুচারুভাবে করেছিল তরুণ ব্রিগেড। আর সেটা পুরোটাই হয়েছিল ‘ক্যাপ্টেন’ মীনাক্ষীকে সামনে রেখে। এবার সেই ক্যাপ্টেনকেই বক্তা তালিকায় রাখেনি বামেরা। স্বাভাবিকভাবেই যুব উৎসাহে ভাঁটা পড়েছে। ভাঁটা পড়েছে রোদ উপেক্ষা করে ব্রিগেড যাওয়ার ইচ্ছাতেও। ফলে রবিবারের ব্রিগেডে পক্ককেশদের ভিড়ে আদৌ কালো চুলের যুবদের দেখা যাবে কিনা, তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে।
মীনাক্ষীকে বক্তা তালিকায় না রাখলে পক্ককেশ নেতাদের ভাষণ শুনতে গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে ব্রিগেডে ভিড় হবে না, সেই আশঙ্কা রয়েছে আলিমুদ্দিনের কর্তাদেরও। সে কারণে মীনাক্ষীকে দিয়ে সাংবাদিক সম্মেলন করিয়ে মাঠ ভরানোর ডাক দেওয়া হয়েছে। কেউ কেউ মনে করছেন, শেষমেশ বেগতিক দেখলে মীনাক্ষীকে দিয়ে বলানো হতেও পারে।