• জাফরাবাদে বাবা-ছেলেকে খুনের ঘটনায় গ্রেপ্তার ‘মূল চক্রী’, ধৃতের সংখ্যা বেড়ে ৪
    এই সময় | ২০ এপ্রিল ২০২৫
  • মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা এবং ছেলের খুনের ঘটনায় চোপড়া থেকে গ্রেপ্তার আরও ১। ধৃতের নাম জিয়াউল শেখ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মূল চক্রী তিনিই। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। 

     প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এই ঘটনায় ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জিয়াউলের নাম জানতে পারেন তদন্তকারীরা। এর পরেই তাঁর খোঁজ শুরু হয়। জানা যায়, চোপড়ায় গা ঢাকা দিয়েছিলেন তিনি। শনিবার রাতে সেখান থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশে অশান্তি শুরু হয়েছিল। সেই সময়ে মুর্শিদাবাদ জেলার জাফরাবাদে এক বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। 

    এই ঘটনায় পৃথক ভাবে তদন্ত শুরু করেছিল পুলিশ। গত ১৫ এপ্রিল রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানিয়েছিলেন, ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। ঘটনার দিনে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। আর সেই ফুটেজ দেখে কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। 

  • Link to this news (এই সময়)