• বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যমৃত্যু যুবকের, শোরগোল নদিয়ায়
    এই সময় | ২০ এপ্রিল ২০২৫
  • বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে যুবকের রহস্যমৃত্যু, চাঞ্চল্য ছড়াল নদিয়ায়। ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার বেথুয়াডহরির। জানা গিয়েছে, শনিবার বন্ধু নীলাঞ্জন কুণ্ডুর সঙ্গে কালিগঞ্জ থানা এলাকার দেবগ্রামে ঘুরতে গিয়েছিলেন শৌনক দাস। সেখানেই গুরুত্বর আহত হন শৌনক। অভিযোগ, এর পর অভিযুক্ত বন্ধু শৌনককে দেবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করলেও অভিযুক্ত শৌনককে নিয়ে চলে আসে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই রাতে শৌনকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

    স্থানীয় সূত্রের খবর, নিহত শৌনক দাস ও অভিযুক্ত নীলাঞ্জন কুণ্ডু দু’জনেই বেথুয়াডহরির বাসিন্দা। শনিবার সন্ধ্যায় তাঁরা একসঙ্গে কালিগঞ্জ থানা এলাকার দেবগ্রামে বেড়াতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই গুরুতর আহত হন শৌনক দাস। এর পর শৌনককে অভিযুক্ত বন্ধু দেবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করালে সেখানে তাঁর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সে সময়ে চিকিৎসকরা শৌনককে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করতে বলেন। কিন্তু অভিযুক্ত সেখানে শৌনককে ভর্তি না করে অসুস্থ বন্ধুকে নিয়ে যান বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে। এর পর সেখানেই শৌনকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

    সূত্রের খবর, ঘটনাটি জানাজানি হতেই বেথুয়াডহরিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পর অভিযুক্ত নীলাঞ্জন কুণ্ডুকে সেখানে ক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে নাকাশিপাড়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শৌনক দাসকে খুন করা হয়েছে। কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শৌনক দাসের। জানা গিয়েছে, এখনও পর্যন্ত শৌনকের পরিবারের পক্ষ থেকে কোনও মামলা দায়ের করা হয়নি। তবে নাকাশিপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

  • Link to this news (এই সময়)