• বাংলাদেশিদের আধার, ভোটার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ, নদিয়ায় গ্রেপ্তার যুবক
    এই সময় | ২০ এপ্রিল ২০২৫
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারা আশ্রয় দেয়? কারা তৈরি করে দেয় জাল আধার, ভোটার কার্ড? এই নিয়ে জোর চর্চা চলছে। এই আবহে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো নথিপত্র বানিয়ে দেওয়ার অভিযোগে সাহার মণ্ডল নামে এক ভারতীয় ‘দালাল’-কে গ্রেপ্তার করল পুলিশ।

    নদিয়ার ধানতলা থানার পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাহার মণ্ডল (২৬)। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের সহযোগিতা এবং ভোটার ও আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ রয়েছে। সাহারের নামে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। শুরু হয় তদন্তও। অবস্থা বেগতিক বুঝে গা ঢাকা দেয় সাহারও। অবশেষে ধানতলা থানার কানিবাবনি এলাকায় অভিযান চালিয়ে সাহারকে গ্রেপ্তার করে পুলিশ।

    গত বছরের অগস্টের পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। খুন, জখম, বাড়িতে আগুন লাগানোর মতো ঘটনা বন্ধ হয়নি এখনও। অভিযোগ, অনেকেই বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসছেন। এর অধিকাংশই ঢুকছেন অবৈধভাবে।

    প্রসঙ্গত, শনিবারও নদিয়ায় দুই মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী-সহ এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করে পুলিশ। তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে গ্রেপ্তার আরও একজন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভারতীয় দালাল চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনও রয়েছে গা ঢাকা দিয়ে রয়েছেন। তাঁদের খোঁজে চালানো হচ্ছে।

  • Link to this news (এই সময়)