সাতসকালে লোকালয়ে একাধিক বাইসন, হামলায় গুরুতর জখম গ্রামবাসী, আতঙ্ক এলাকায়...
আজকাল | ২০ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: লোকালয়ে ঢুকে পড়ল বাইসন। তার হামলায় গুরুতর জখম এক গ্রামবাসী। রবিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর লাগোয়া রায়পুর চা বাগান এলাকায়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয়দের দাবি, এ দিন ভোরে গ্রামে দু'টি বাইসন ঢুকে পড়ে। গ্রামবাসীরা ঘুম থেকে উঠেই দেখতে পান, দু'টি বাইসন ছুটোছুটি করছে। গ্রামের এক বাসিন্দাকে আক্রমণ করে একটি বাইসন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এদিকে বাইসনের আতঙ্ক ছড়ায় গ্রামে। খবর পেয়ে ছুটে আসে বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ বন দপ্তর ও গরুমারা বন কর্মী, কোতোয়ালি থানার পুলিশ। গ্রামবাসীদের নিরাপদ দূরত্বে থাকতে বলা হচ্ছে৷ চলছে গ্রাম পঞ্চায়েত ও বন দপ্তরের উদ্যোগে মাইকিং। গ্রামবাসীদের দাবি, বৈকুন্ঠপুর জঙ্গল লাগোয়া গৌরীকোন জঙ্গল দিয়ে দু'টি বাইসন ঢুকে পড়ে গ্রামে। গ্রাম থেকে আর বের হতে পারছে না। এদিকে বন দপ্তর বাইসনকে বাগে আনতে ঘুমপাড়ানি গুলি মারার প্রস্তুতি শুরু করেছে।