জলপাইগুড়ির চা বাগানে বাইসনের দাপট, মৃত্যু বৃদ্ধার, এলাকায় আতঙ্ক
বর্তমান | ২০ এপ্রিল ২০২৫
জলপাইগুড়ি, নিজস্ব প্রতিনিধি: সাত সকালে জলপাইগুড়ির জয়পুর চা বাগানে জোড়া বাইসনের হামলা। যার জেরে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতের নাম দেওমনি বড়াইক (৬২)। ঘটনায় মৃতের নাতি সহ আহত হয়েছেন আরও দুজন। তাঁদের জলপাইগুড়ি মেডিক্যালের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাইসন হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দপ্তর। তবে স্থানীয় সূত্রে খবর, বাইসন দুটিকে বের করতে এখনও চেষ্টা চালাচ্ছেন বন কর্মীরা। দীর্ঘক্ষণ চেষ্টার পরে চা বাগান থেকে বেরিয়ে একটি বাইসন বাঁশ বাগানে ঢুকে পড়ে। অন্য একটি বাইসন আবার লোকালয়ে একটি বাড়ির পিছনের জঙ্গলে ঘাঁটি গেড়েছে। ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।বনদপ্তর সূত্রে খবর, বাজি পটকা ফাটিয়ে বাইসন দুটিকে প্রথমে জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করা হলেও তা সফল হয়নি। অবশেষে, সেগুলিকে বাগে আনতে ঘুমপাড়ানি গুলি করার পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য বিষয় হল, চিতাবাঘের হামলার ২৪ ঘণ্টার মধ্যেই আবার বাইসনের হামলায় জলপাইগুড়ি সদর ব্লকে আতঙ্ক ছড়িয়েছে।