• তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া, জা-কে একের পর এক কোপ গৃহবধূর, ঘটনাস্থলেই...
    ২৪ ঘন্টা | ২০ এপ্রিল ২০২৫
  • শুভাশিস  সরকার: পারিবারিক  অশান্তির জেরে বড় জাকে ধারাল অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল ছোট জা এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে হাওড়ার শ্যামপুর থানার দক্ষিণ দেউলি গ্রামে। পুলিস সূত্রে খবর, গৃহবধূর নাম সঞ্জু দলুই (৪২)। ঘটনায় পুলিস অভিযুক্ত আরতি দলুই নামে বছর চল্লিশের এক মহিলাকে গ্রেফতার করেছে।

    মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

    জানা যায় দীর্ঘদিন ধরেই সংসারের নানা সমস্যা নিয়ে দুই জা এর মধ্যে অশান্তি চলছিল।  গতকালও দুজনের মধ্যে অশান্তি শুরু হয়।  আরতি আচমকা ঘর থেকে একটা ধারাল অস্ত্র নিয়ে সঞ্জু দলুইকে কোপাতে থাকে। সঞ্জু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে পরিবারে অন্যান্য সদস্যরা স্থানীয় কমলপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে শ্যামপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তকে আজ উলুবেড়িয়া আদালতে তোলা হবে।

    মৃতার স্বামী বিমল দোলুই বলেন, ভাত খাওয়ার সময় বৌমা নোংরা ফেলেছিল। জিজ্ঞাসা করলাম তোমরা কী করছে যে ভাতের উপরে নোংরা ফেলেলে। এনিয়ে ঝগড়া শুরু হল। আগে থেকে বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া ছিল। আজ জল তুলতে গিয়ে ওকে কাটারি দিয়ে কুপিয়ে দিয়েছে আরতি। হাত কেটে দিয়েছে, গলার নলি কেটে দিয়েছে, মারাত্মক অবস্থা। পিঠে কুপিয়েছে। এখন চাইছি ওর যেন শাস্তি হয়।

  • Link to this news (২৪ ঘন্টা)