• তোলপাড় শক্তিগড়, ল্যাংচা খেয়ে, ফেরার পথে নিয়ে যাওয়ার শপথ নিয়ে ব্রিগেডমুখী জনতা
    ২৪ ঘন্টা | ২০ এপ্রিল ২০২৫
  • অরূপ লাহা: রবিবাসরীয় ব্রিগেডযাত্রার চেনা ছবি ফিরে এসেছে। ১৯ নম্বর জাতীয় সড়কের পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা হাব-এ সকাল থেকেই ভিড়। ডেসটিনেশন ব্রিগেড। কিন্তু দূরের রাস্তা। তাই কলকাতা যাবার পথে একটু ব্রেক জার্নি। টিফিন করা তার সঙ্গে একটু চালকদেরও বিশ্রাম। টিফিনে কচুরি, আলুরদমের পাশাপাশি ল্যাংচা থাকছেই।

    সময় বদলেছে। রাজ্যে এক যুগ আগে বামেরা ক্ষমতাচ্যূত। তাই ক্ষমতাহীন বামেদের ব্রিগেডে সেই আগের মত মানুষের ঢল নেই। নেই শক্তিগড়ের ল্যাংচা হাবে ভিড়ের খুনসুটি। তবে যে একেবারে ভিড় হচ্ছে না, বিক্রি হচ্ছে না, তা নয়। সকাল থেকে বিক্রি ভালোই হচ্ছে বলে জানান ল্যাংচা দোকানের মালিক সেখ ইমাতুল্লা।

    ব্রিগেডে সমাবেশ মানে সপ্তাহ দুয়েক আগে থেকে যে প্রস্তুতি নিতেন ল্যাংচা হাবের ব্যবসায়ীরা তা এখন নেই।  তবে অন্যদিনের তুলনায় রোববারের সকালে দোকানে দোকানে ভিড় বেশ ভালো। মূলত বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের ব্রিগেডমুখি মানুষজন ব্রেক জার্নি করেন শক্তিগড়ে। এটাই চলে আসছে। তবে এখন জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ল্যাংচার দোকানে কেনাবেচায় বেশ সমস্যা হচ্ছে। কারণ ল্যাংচা হাবের সামনেই ১৯ নম্বর জাতীয় সড়কের উপর এখন ফ্লাইওভারের কাজ চলছে। তবে তাতেও এদিন ভিড় কমেনি ল্যাংচার দোকান গুলিতে।

  • Link to this news (২৪ ঘন্টা)