জেনারেল কামরায় কলকাতামুখো মীনাক্ষীর গর্বিত বাবা, বললেন ‘মেয়ে বলবে কি না পার্টির সিদ্ধান্ত’
প্রতিদিন | ২০ এপ্রিল ২০২৫
শেখর চন্দ্র, আসানসোল: ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বামেদের ব্রিগেডের দিকে নজর প্রায় সকলের। ব্রিগেডের মঞ্চে বক্তব্য রাখবেন না ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়। তা শোনার পর থেকেই হতাশ বামেদের তরুণ তুর্কি। সেই সংশয়কে সঙ্গী করে কোল্ডফিল্ড এক্সপ্রেসের জেনারেল কামরায় চড়ে কলকাতামুখো মীনাক্ষীর বাবাও। তাঁর সঙ্গে রয়েছেন দলের আরও অনেকে।
কুলটির চলবলপুর গ্রামের বাসিন্দা মীনাক্ষী। সেখানেই বেড়ে ওঠা। এই মুহূর্তে বাম যুব সংগঠনের রাজ্য সম্পাদক এবং সিপিএমের সেন্ট্রাল কমিটির সদস্য। ব্রিগেডে গ্রামের মেয়ের বক্তব্য শুনবেন বলে মুখিয়ে রয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তবে চোখা চোখা বক্তব্যে ব্রিগেডের বাইশ গজে ‘ক্যাপ্টেন’ ঝড় তোলার সম্ভবত সুযোগ পাবেন না মীনাক্ষী। সংশয় থাকলেও রবিবার সকালে কুলটি, সীতারামপুর, বরাকর, আসানসোলের স্টেশন থেকে অগ্নিবীণা ও কোলফিল্ডে এক্সপ্রেসে কলকাতামুখী ছাত্র, যুব, শ্রমিক সংগঠনের সমর্থকরা।
তাঁদের সঙ্গে ছিলেন মীনাক্ষীর বাবা মনোজ মুখোপাধ্যায়ও। আর পাঁচজনের মতো কোল্ডফিল্ড এক্সপ্রেসের সাধারণ কামরায় চড়ে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি। মীনাক্ষীর বাবা বর্তমানে এরিয়া কমিটির সদস্য। তিনি বলেন, “মেয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। সে সকাল থেকে ব্রিগেডেই আছে। ভলান্টিয়ার সার্ভিসে ব্যস্ত।” মীনাক্ষী কি আদৌ ব্রিগেডের মঞ্চে বক্তব্য রাখবেন? তাঁর বাবা বলেন, “মীনাক্ষীর মঞ্চে থাকা, বক্তব্য রাখা সবটাই পার্টির সিদ্ধান্ত। পার্টির গঠনতন্ত্র এখানে যা বলবে তাই হবে।” তবে তাঁর সঙ্গে ট্রেনের কামরায় থাকা ব্রিগেডমুখী ছাত্রযুবরা আশাবাদী ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী নিশ্চয়ই বক্তব্য রাখবেন। সেই আশায় বুক বেঁধে কলকাতামুখী তাঁরা।
উল্লেখ্য, এবার সরাসরি সিপিএমের ব্যানারে ব্রিগেড হচ্ছে না। এবারের আয়োজক দলের শ্রমিক, কৃষক, খেতমজুর সংগঠন। ফলে ব্রিগেডের সমাবেশের বক্তা তালিকায় রয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ছাড়াও অনাদি সাহু, নিরাপদ সর্দার, বন্যা টুডু, অমল হালদার ও সুখরঞ্জন দে প্রমুখ পার্টির শ্রমিক, কৃষক ও খেতমজুর সংগঠনের নেতারা। দলের যুবনেত্রী ও সদ্য পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়কে ব্রিগেডের বক্তা তালিকায় নাম দেওয়া হয়নি। যা কিছুটা হলেও হতাশ করছে বামেদের তরুণ ব্রিগেডকে।