দেবব্রত দাস, খাতড়া: রবিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার পাত্রসায়েরে। সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ধুলিসাৎ বাড়ি। আহত এক। ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে পাত্রসায়ের থানার বামিরা গ্রামে একটি বাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বড় ট্রাক। ধাক্কায় টিনের চাল দেওয়া বাড়িটি প্রায় পুরোপুরি ভেঙে যায়। ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভগ্নাংশ। ঘটনায় আহত হন এক বাসিন্দা। বিকট শব্দ শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পরই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
জানা গিয়েছে, সিমেন্ট বোঝাই গাড়িটি বিষ্ণুপুর থেকে পাত্রসায়েরের দিকে যাচ্ছিল। সেই সময় তীব্র গতিতে ছুটতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে, সোজা বাড়ির মধ্যে ঢুকে যায়। তাতেই দুর্ঘটনা। গাড়িটিকে আটকে রাখে জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ট্রাকটি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পাত্রসায়ের থানার পুলিশ। ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা।