• চা বাগানে জোড়া বাইসনের দাপাদাপি, হামলায় মৃত্যু বৃদ্ধার, জখম আরও ২
    প্রতিদিন | ২০ এপ্রিল ২০২৫
  • শান্তনু কর, জলপাইগুড়ি: চা বাগানে জোড়া বাইসনের হামলায় মৃত্যু। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও দু’জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রায়পুর চা বাগান এলাকায়। মৃত বৃদ্ধার নাম দেওমনি বরাইক। হামলা চালানোর পর ওই এলাকার চা বাগানের মধ্যেই দুটি বাইসন ঢুকে পড়ে। ঘটনার পরেই পুলিশ ও বনদপ্তরের কর্মীরা সেখানে গিয়েছেন।

    জলপাইগুড়ির চা বাগান এলাকায় মাঝেমধ্যেই জঙ্গল থেকে বাইসন ঢুকে পড়ার ঘটনা দেখা যায়। চিতাবাঘের দেখাও পাওয়া যায়। ফলে চা বাগানগুলির বাসিন্দাদের মধ্যে চাপা আতঙ্ক প্রায় সবসময়ই থাকে। বাইসনের হামলায় জখম হওয়ার ঘটনা অতীতেও হয়েছে। আজ রবিবার সকালে ফের চা বাগানে বাইসনের হামলা হল। এদিন সকালে জঙ্গল থেকে দুটি বাইসন রায়পুর চা বাগান এলাকায় ঢুকে পড়ে। বাগান এলাকাতেই বাড়ি বৃদ্ধা দেওমনি বরাইকের। তিনি সকালে বাড়ির সামনে কাজ করছিলেন। সেসময় দুটি বাইসন ওই বৃদ্ধার সামনে চলে আসে। বৃদ্ধা পালানোর সুযোগ পর্যন্ত পাননি। বাইসন দুটি শিং দিয়ে ওই বৃদ্ধাকে আঘাত করে। তাঁকে আছড়ে ফেলার চেষ্টাও হয়। এরপর বৃদ্ধাকে ছেড়ে বাইসন দুটি বাগানের ভিতর ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার।

    বাগানের মধ্যে ছিলেন শাহজাহান নায়েক নামে বাগানেরই এক বাসিন্দা। বাইসন তাঁর উপরেও হামলা চালায়। বাইসনের হামলায় জখম হয়েছেন রঙধামালি এলাকার বাসিন্দা আরও এক ব্যক্তি। স্থানীয়রা জখমদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ ও বনদপ্তর। বাগানের মধ্যেই বাইসন দুটি রয়েছে। ওই জায়গাটি ঘিরে রাখা হয়েছে। ঘুমপাড়ানি গুলি করে ওই বাইসনদুটিকে কাবু করার চেষ্টা চলছে।
  • Link to this news (প্রতিদিন)