• ‘ইনকিলাব জয় শ্রীরাম, মুখোশধারী রামবামের ব্রিগেড’, সোশাল মিডিয়ায় খোঁচা কুণালের
    প্রতিদিন | ২০ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একুশের বিধানসভা ভোটের পর থেকেই বামেদের সঙ্গে গেরুয়া শিবিরের সমীকরণ ধীরে ধীরে বদল হয়েছে। শাসকদল তৃণমূলের বিরোধিতায় লাল পার্টিকে শক্তিশালী করে ক্ষমতায় ফেরানো কার্যত অসম্ভব, তা বুঝে বহু বাম কর্মী, সমর্থক ভোটদানের ক্ষেত্রে সিদ্ধান্ত বদলে ফেলেছেন। তৃণমূলকে ধরাশায়ী করতে পদ্মে ভোট দিতে দ্বিধা করেননি। একুশের পর থেকে একাধিক নির্বাচনে তা প্রমাণও হয়ে গিয়েছে ভোটের অঙ্কে। এই আবহে ভরা বৈশাখে সিপিএমের চার গণসংগঠনের আয়োজিত ব্রিগেড সমাবেশ নিয়ে সোশাল মিডিয়ায় খোঁচা দিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বাস্তব চিত্র তুলে ধরে তাঁর কটাক্ষ, ‘ইনকিলাব জয় শ্রীরাম, এটা মুখোশধারী রামবামের ব্রিগেড।’
  • Link to this news (প্রতিদিন)