• সিপিএমই রক্ত! হুইল চেয়ার সঙ্গী করে জেলা থেকে ব্রিগেড মাঠে রবি, রবীন্দ্রনাথরা
    প্রতিদিন | ২০ এপ্রিল ২০২৫
  • রমেন দাস: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দলকে অক্সিজেন জোগাতে বৈশাখী দুপুরে ব্রিগেড সমাবেশ সিপিএমের চার গণসংগঠনের। আর পক্ককেশের কমরেডদের কাঁধে নয়, এবার তুলনায় তৃণমূল স্তরে কাজ করে উঠে আসা নেতানেত্রীদের আয়োজনে এত বড় সমাবেশ। পরিচিত মুখ কম, মঞ্চে নেই সিপিএমের তরুণ মুখও। আর সেই কারণেই ব্রিগেডের জমায়েতে ভাটা পড়ার আশঙ্কা। যদিও রবিবার দুপুর গড়াতে ধীরে ধীরে ব্রিগেডমুখী হয়েছেন কর্মী, সমর্থকদের। তবে জনসমাগমের উপর তো লাল পার্টির সমর্থকদের আবেগ নির্ভর করে না। তাঁদের কাছে সিপিএমের লাল পতাকা রক্তসম! সেই রক্তের টানে হুইল চেয়ারে চড়ে জেলা থেকে কলকাতায় হাজির রবি দাস, রবীন্দ্রনাথ প্রধানরা। বলছেন, ”রক্তের টানেই অসুখ নিয়েও এসেছি।”

    হালিশহরের রবি দাস। জন্ম থেকে বিশেষভাবে সক্ষম। হুইল চেয়ার তাঁর সর্বক্ষণের সঙ্গী। কট্টর সিপিএম সমর্থক। শুধু তাইই নয়, যখনই বামপন্থীরা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন, রবি হালিশহর থেকে কলকাতা পৌঁছে গিয়েছেন তাঁর হুইল চেয়ার নিয়ে। এবার বৈশাখের কাঠফাটা রোদেও তার ব্যতিক্রম হল না। রবিবার সকাল সকালই ব্রিগেড ময়দানে দেখা মিলল রবির। হাসিমুখে বললেন, ”সিপিএম আমার কাছে রক্তের মতো, সেই টানেই বারবার আসি।”

    রবির মতোই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ প্রধান সিপিএম সমর্থক। তাঁর একটি পা নেই। চলতে ফিরতে ক্রাচ ভরসা। সেই ক্রাচে ভরসা রেখে সেই জেলা থেকে চলে এসেছেন ব্রিগেড। বসেছেন সামনের সারির একটি চেয়ারে। শুনতে চান মহম্মদ সেলিম, অনাদি সাহু, নিরাপদ সর্দারদের কথা। এমন পরিবেশে চির আবেগের রাজনীতি রক্ত যেন টগবগ করে ফুটতে থাকে। বুকের ভিতর আশার দীপ আরও একটু উজ্জ্বল হয়ে ওঠে। সেই উজ্জ্বলতাটুকু নিয়ে আজ বাড়ি ফিরবেন রবীন্দ্রনাথ।

    রবি বা রবীন্দ্রনাথের মতো বিশেষভাবে সক্ষম না হলেও কলকাতার শাহেনশাহ আলম দীর্ঘদিন ধরে যক্ষ্মায় ভুগছেন। ছোটবেলা থেকে বামপন্থী সমর্থক। ছাত্রজীবন এসএফআই করতেন, পরবর্তীতে ডিওয়াইএফআই-এর সক্রিয় সদস্য ছিলেন। কিন্তু জটিল অসুখ তাঁর রাজনৈতিক সক্রিয়তায় কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে। সেভাবে পার্টির কাজ আর করতে পারেন না শাহেনশাহ। তাতে কী? ব্রিগেডে তো সমাবেশ তো সকলের জন্য। তাই অসুস্থতা সত্ত্বেও শাহেনশাহ পৌঁছে গিয়েছেন ব্রিগেডে, দলের নেতাদের বক্তব্য শুনতে। ভোটব্যাঙ্কের নিরিখে সিপিএমের স্কোর যতই শূন্য হোক, দলীয় নেতৃত্বের দাবি, এই রবি, শাহেনশাহরাই তাঁদের প্রকৃত সম্পদ, প্রকৃত সমর্থক।
  • Link to this news (প্রতিদিন)