• ‘মেহনতি মানুষের ব্রিগেড’, বামেদের সমাবেশের ‘সাফল্য কামনা’ নওশাদের, নৈকট্য বাড়ানোর চেষ্টা?
    প্রতিদিন | ২০ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বামেদের ব্রিগেডের সাফল্য কামনা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। তাঁর বক্তব্য, বাম ব্রিগেড (CPIM Brigade) মানে মেহনতি মানুষের ব্রিগেড। সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট, ‘মেহনতি মানুষের ব্রিগেড। সফলতা কামনা করি।’

    ২০২১ সাল। সংযুক্ত মোর্চার ব্যানারে ব্রিগেড সমাবেশ। মঞ্চে বামপন্থী, কংগ্রেস এবং আইএসএফ নেতাদের মাখামাখি! বঙ্গ রাজনীতিতে সেই মাখামাখির ছবি এখন অতীত। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। একুশের ভোটে ব্যর্থতার পর সংযুক্ত মোর্চা ভেঙে খানখান। আইএসএফের তৎকালীন মুখ আব্বাস সিদ্দিকী এখন অন্তরালে। তাঁর বদলে দলের মুখ নওশাদ।

    বস্তুত নওশাদের সঙ্গে বাদের সম্পর্কের সেই রসায়ন আর দেখা যায় না। ২০২৪ লোকসভা নির্বাচনেও আইএসএফের সঙ্গে বামেদের জোটের একটা আলোচনা হয়েছিল, আইএসএফের অনড় মনোভাবের জন্যই সেই জোট সম্ভব হয়নি। বরং কোনও কোনও মহল থেকে পরে শোনা গিয়েছে, রাজ্যের শাসকদলের সঙ্গে নওশাদ নাকি ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু সেই সব জল্পনা একপ্রকার উড়িয়ে নওশাদ শুভেচ্ছা জানালেন বামেদের ব্রিগেডের (CPIM Brigade) জন্য। সম্ভবত প্রচ্ছন্ন বার্তা দিয়ে গেলেন, এখনও বামেদের পাশেই থাকতে চান তিনি।

    এবার সরাসরি সিপিএমের ব্যানারে ব্রিগেড হচ্ছে না। এবারের আয়োজক দলের শ্রমিক, কৃষক, খেতমজুর সংগঠন। ফলে ব্রিগেডের সমাবেশের বক্তা তালিকায় রয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ছাড়াও অনাদি সাহু, নিরাপদ সর্দার, বন্যা টুডু, অমল হালদার ও সুখরঞ্জন দে প্রমুখ পার্টির শ্রমিক, কৃষক ও খেতমজুর সংগঠনের নেতারা। সে অর্থে দেখতে গেলে এবারের ব্রিগেডে তেমন চমক নেই। তবে সমাবেশের আগে নওশাদের বার্তাটা বেশ চমকপ্রদ এবং বার্তাবহ।
  • Link to this news (প্রতিদিন)