‘দুর্ঘটনা রুখতে বাঁ-দিক দিয়ে যেতে বলা হয়, সেরকমই এখন বামপথ ধরুন’, টনিক সেলিমের
হিন্দুস্তান টাইমস | ২০ এপ্রিল ২০২৫
তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একইসুরে আক্রমণ শানিয়ে ‘টনিক’ দিলেন মহম্মদ সেলিম। বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে ব্রিগেডের মঞ্চ থেকে সিপিআইএমের রাজ্য সম্পাদক দাবি করলেন যে এখন রাজ্য এবং দেশে দুর্দশা চলছে। আর সেই দুর্দশা কাটাতে পারে বামেরাই। তাঁর কথায়, ‘যখন সংকট হয়, যখন সমস্যা হয়, যখন বিপদ আসে, এমনকী যখন রাস্তা দিয়ে হেঁটে যান, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, তাহলে বলা হয়, একটু বাঁ-দিকে চেপে যান, বাঁ-দিক ধরুন। আজ এই দেশ এবং রাজ্যকে বাঁচাতে হলে বামপথ ধরতে হবে।’
সেলিম দাবি করেন, যাঁরা এতদিন লাল ঝান্ডা দেখতে পাচ্ছিলেন না, তাঁদের বুকে ভয় ধরাবে এবারের ব্রিগেড। কারও দয়ায় বেঁচে নেই বামেরা। ভুখা পেটে থেকেও তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে মাঠে-ময়দানে লড়াই করতে নামছেন বাম কর্মী-সমর্থকরা। সিপিআইএমের রাজ্য সম্পাদকের কথায়, ‘কারও দয়ায় আমরা বেঁচে নেই। আধপেটা খেয়ে, না খেয়ে, ঘরছাড়াও হয়েও আমার কর্মীরা লাল ঝান্ডা ছাড়েননি। ছাড়বেন না।’
আর সেটার কারণ ব্যাখ্যা করে সেলিম বলেন, ‘এটা একটা আদর্শ। এটা একটা লক্ষ্য। বিজেপি আর তৃণমূল এই বাংলাকে একটা লক্ষ্যহীন জায়গায় নিয়ে যেতে চাইছে। যেখানে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের ঐক্য-সম্প্রীতি-ভালোবাসার সম্পর্ক, আমাদের শান্তিকে ওরা ছিঁড়ে খাবলে খেতে চাইছে। আজকের লড়াইটা হচ্ছে মানুষের দুর্দশা পালটানোর জন্য। আমাদের দেশের এবং রাজ্যের দুর্দশা পালটানোর জন্য। দিশা পালটাতে হবে। আর সেই দিশা পালটানোর জন্য আমরা এখানে জড়ো হয়েছি।’
আর সেই দিশা পালটানোর জন্য 'মাঠে নেমে খেলতে হবে' বলেও দাবি করেন সেলিম। সিপিআইএমের রাজ্য সম্পাদক দাবি করেন, তৃণমূল সরকারের এমন কোনও দফতর নেই, যেখানে দুর্নীতি হয় না। বিজেপি আগে দুর্নীতি নিয়ে খুব বলত। এখন বলে না। সেই পরিস্থিতিতে যাঁরা বিজেপিকে ভয় পাবেন না, যাঁরা তৃণমূলের টাকা খাবেন না, তাঁদের সবাইকে নিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামবে বামেরা।
সেলিমের কথায়, ‘আমি একটু ফুটবল ভালোবাসি। ফুটবলে একটু নেমে খেলতে হয়। আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। রাজি তো? নেমে খেলব, যাতে এই চোর, জোচ্চর, দুর্নীতিবাজকে ১৪ তলা থেকে তলা থেকে টেনেহিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি। আমাদের সেই শপথ নিতে হবে।’