সাবওয়ে তৈরির জন্য ইএম বাইপাসে ৩ মাস বন্ধ থাকতে পারে রাস্তা, যানজটের আশঙ্কা
হিন্দুস্তান টাইমস | ২০ এপ্রিল ২০২৫
রাস্তা পারাপার করতে পথচারীদের সুবিধার জন্য ইএম বাইপাসে তৈরি হচ্ছে সাবওয়ে। এই কাজের জন্য ইএম বাইপাসের একটি অংশ তিন মাস ধরে বন্ধ থাকতে পারে। তার ফলে যান চলাচলে সমস্যা হতে পারে। ইতিমধ্যে কেএমডিএ রাস্তা বন্ধ রাখার জন্য ট্রাফিক পুলিশের কাছে অনুমতি চেয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি বিবেচনার স্তরে রয়েছে।
জানা যাচ্ছে, সায়েন্স সিটি থেকে কয়েক মিটার দূরে ইএম বাইপাসের সায়েন্স সিটিগামী রাস্তা আংশিকভাবে বন্ধ রাখতে চাইছে কেএমডিএ। কারণ আম্বেদকর সেতুর কাছে উত্তর পঞ্চান্নগ্রাম ক্রসিংয়ের কাছে একটি পরিত্যক্ত কালভার্ট রয়েছে। পথচারীদের পারাপারের সুবিধার্থে এই কালভার্টকে সাবওয়েতে রূপান্তর করা হচ্ছে। সেই কাজের জন্যই রাস্তা আংশিকভাবে বন্ধ রাখার অনুমতি চেয়েছে কেএমডিএ। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, সাবওয়ের জন্য ওই অংশে কিছু নির্মাণকাজ করতে হবে। সার্ভিস লেন থেকে বাইপাসের প্রস্থ বরাবর ৪ মিটার থেকে ৫ মিটার পর্যন্ত রাস্তার অংশ খনন করা হবে। ফলে উত্তর পঞ্চান্নগ্রাম ক্রসিংয়ের কাছে ইএম বাইপাসে রাস্তা আংশিক বন্ধ রাখা প্রয়োজন।
উল্লেখ্য, যে কালভার্টকে সাবওয়েতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে, সেই কালভার্ট দিয়ে আগে সেচের জল প্রবাহিত হত। অনেক আগে থেকেই সেটি পরিত্যক্ত হয়ে রয়েছে। ফলে সাবওয়ের জন্য এই কালভার্টকে বেছে নিয়েছেন আধিকারিকরা।
জানা গিয়েছে, ওই কাজের জন্য ওই অংশে তিন মাস রাস্তা বন্ধ রাখার জন্য অনুরোধ করেছে কেএমডিএ। এ বিষয়ে তিলজলা ট্র্যাফিক গার্ডের আধিকারিকরা জানাচ্ছেন, আংশিক রাস্তা বন্ধের অনুরোধ লালবাজারে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদনের আগে একাধিক বিষয় বিবেচনা করা হবে। কারণ যে অংশে বন্ধের জন্য আবেদন করা হয়েছে, সেটি অত্যন্ত ব্যস্ততম অংশ। আরও আশঙ্কা করা হচ্ছে, বর্ষাকালেও সেই সময় আরও বাড়তে পারে।
এদিকে, মেট্রোর তরফেও চিংড়িঘাটা ক্রসিংয়ে রাস্তা বন্ধের অনুমতি চেয়েছে। ফলে এত অল্প সময়ের ব্যবধানে ইএম বাইপাসে রাস্তা বন্ধ হলে ট্রাফিক নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছে পুলিশ। উল্লেখ্য, তিলজলা এবং পঞ্চান্নগ্রাম এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল পথচারীদের জন্য এই আন্ডারপাস তৈরি করা। কারণ এই অংশে ইএম বাইপাসটি অনেক চওড়া হওয়ায় বয়স্ক নাগরিক এবং শিশুদের জন্য পারাপার করা বেশ কঠিন হয়ে পড়ে। ফলে সাবওয়ে তৈরি হলে দুর্ঘটনাও কমবে বলে মনে করছেন আধিকারিকরা।
উল্লেখ্য, কেএমডিএ ইএম বাইপাসে একাধিক পরিত্যক্ত কালভার্ট পথচারীদের যাতায়াতের সুবিধার জন্য সাবওয়েতে রূপান্তর করার কাজ করছে। উত্তর পঞ্চান্নগ্রামের কাছে এই কালভার্টটি ছাড়াও এসআরএফটিআই-র কাছে আরও একটি কালভার্টকে সাবওয়েতে রুপান্তরের কাজ চলছে।