• শক্তিগড়ের কাছে দাঁড়িয়ে পড়ল জন শতাব্দী এক্সপ্রেস, দুর্ভোগ যাত্রীদের
    এই সময় | ২০ এপ্রিল ২০২৫
  • ফের দূরপাল্লার ট্রেনে বিপত্তি। আপ হাওড়া-পাটনা জন শতাব্দী (স্পেশাল) এক্সপ্রেস যান্ত্রিক গোলযোগের কারণে থমকে গেল শক্তিগড় স্টেশনে। ট্রেনের একটি বগির নীচ থেকে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। ঘটনাস্থলে গিয়েছেন রেলের ইঞ্জিনিয়াররা। প্রাথমিক পরীক্ষার পর ট্রেনটি রওনা দিয়েছে।

     শক্তিগড় স্টেশন ঢোকার আগে এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে পরে। দূর থেকে দেখা যাচ্ছিল ট্রেনের একটি বগির নীচ থেকে ধোঁয়া বের হচ্ছে। ট্রেনের যাত্রীরা অনেকেই ভয়ে পেয়ে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, আপ পাটনা জনশতাব্দী (স্পেশাল) এক্সপ্রেস ১৫ মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল পাল্লারোড ও শক্তিগড় স্টেশনের মাঝে। ব্রেকবাইণ্ডিং-এর কারণে ট্রেনের চাকা ও ব্রেকের ঘর্ষণে হালকা ধোঁয়া বের হয় বলে রেল সূত্রে খবর। তারপর ৩ টে ৩৩ মিনিট নাগাদ ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয়।

  • Link to this news (এই সময়)