অশান্ত মুর্শিদাবাদ ও মালদা ঘুরে রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় মহিলা কমিশনের () চেয়ারপার্সন বিজয়া রাহাতকার, কমিশনের সদস্য অর্চনা মজুমদার। প্রায় ২ ঘণ্টা রাজভবনে ছিলেন তাঁরা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কমিশনের চেয়ারপার্সন। জানান, দিল্লি ফিরে গিয়ে দ্রুত রিপোর্ট তৈরি করবেন তাঁরা। সেখানে যা যা উল্লেখ করার, সবই উল্লেখ করবেন তাঁরা।
বিজয়া রাহাতকার জানান, রাজ্যপাল নিজেও অশান্ত এলাকা ঘুরে দেখেছেন। সেখানকার মানুষের সঙ্গে কথাও বলেছেন। উনিও দেখেছেন পরিস্থিতি কী। উনি যা দেখেছেন, মহিলা কমিশন যা দেখেছেন, দুইয়ে কোনও পার্থক্য নেই বলেও জানান বিজয়া রাহাতকার।
একই সঙ্গে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন জানান, এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁদের নেই। ‘তবে সুরক্ষাই শেষ কথা। কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প নিয়ে সেখানকার মানুষও জানিয়েছেন। আমরা তা মাথায় রেখেছি। আমরা রাজ্যকেও প্রস্তাব দিয়েছি, প্রতিটা মানুষের জীবন সুরক্ষিত রাখতে যা যা পদক্ষেপ করা প্রয়োজন, তা যেন সরকার করে’, বলেন বিজয়া রাহাতকার। দু’দিনের মালদা-মুর্শিদাবাদ সফর শেষে দিল্লি রওনা দিচ্ছে জাতীয় মহিলা কমিশনের টিম। তবে বাংলার পরিস্থিতির দিকে তাঁদের নজর থাকবে বলে জানান তিনি।