৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের। তার ঠিক ১০ দিন আগে রবিবার বিকেলে সমুদ্রের জলে ভেসে উঠল জগন্নাথ দেবের কাঠের মূর্তি। খবর ছড়িয়ে পড়তেই মূর্তি দেখতে ভিড় উপচে পড়ে সৈকতে।
দিঘার মাইতি ঘাটের কাছে রবিবার বিকেলে সমুদ্রে জলে ভেসে ওঠে জগন্নাথ দেবের এই কাঠের মূর্তি। মাইতি ঘাটেই নতুন ঘাট নির্মাণের কাজ চলছিল। সেই সময়েই হঠাৎ মিস্ত্রিদের চোখে পড়ে কাঠের জগন্নাথ মূর্তি। জল থেকে তুলে এনে মূর্তিটিকে পাড়ে নিয়ে আসেন মিস্ত্রিরাই।
মূর্তি উদ্ধারের খবর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী থেকে পর্যটকরা ভিড় জমান ঠাকুরকে দেখতে। উল্লেখ্য, অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন রয়েছে। আশ্চর্যজনকভাবে ওই জগন্নাথ দেবের মন্দিরের সামনে যে ঘাটে তৈরি হচ্ছে, সেখানেই ঠাকুর ভেসে উঠল। এটাকে মহাজাগতিক বলে ব্যাখ্যা করেন অনেক পর্যটকরা।
ঘাট নির্মাণ কর্মীদের মধ্যে একজন বলেন, ‘আমাদের এখানে ডিউটি ছিল। জোয়ারের সময় ঘাট নির্মাণ কর্মীরা মূর্তিটি হঠাৎ দেখতে পান। তাঁরাই সঙ্গে সঙ্গে জল থেকে মূর্তিটিকে তুলে আনেন। এটা একটা আশ্চর্যজনক ঘটনা। মন্দিরের ঘাট নির্মাণের কাজ করছি, তার মাঝেই জগন্নাথ দেবের মূর্তি আমাদের হাতে উঠে এল, এটা দেখে ভালো লাগছে।’ স্থানীয় এক বিক্রেতা বলেন, ‘ওই নির্মাণ কর্মীরা জলের মধ্যে মূর্তিটি দেখতে পান। আমরা সঙ্গে সঙ্গে কয়েকজন মিলে মূর্তিটাকে তুলে এনেছি।’
প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল প্রাণ প্রতিষ্ঠা এবং ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দ্বারোদ্ঘাটন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে গোটা মন্দির চত্বরকে সাজিয়ে তোলার জন্য। মাইতি ঘাটের কাছেও সংস্কারের কাজ করা হচ্ছে।