• লেডিস স্পেশালে পুরুষদের কামরা ভাগ করে দিল রেল, কোন কোন কোচে ওঠা যাবে জেনে নিন...
    আজকাল | ২১ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অফিস টাইমে লেডিস স্পেশালে পুরুষদের জন্য কামরা ভাগ করে দিল পূর্ব রেলের শিয়ালদহ শাখা। বর্তমানে শিয়ালদহ শাখায় মোট ছ’জোড়া মাতৃভূমি লোকাল চলে। যার মধ্যে দুটি শিয়ালদহ মেইন শাখায় (কৃষ্ণনগর ও রাণাঘাট), দুটি শিয়ালদহ নর্থ শাখায় (বনগাঁ ও বারাসত), এবং বাকি দুটি শিয়ালদহ সাউথ শাখায় (ক্যানিং ও বারুইপুর) চলাচল করে। রেল সূত্রে জানানো হয়েছে বর্তমানে প্রতিটি মাতৃভূমি লোকালই ন’কোচ থেকে ১২ কোচের করে দেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার্থে।

    সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, এই ছ’জোড়া মাতৃভূমি লোকালের প্রায় ৭৫% আসন ভর্তি থাকে। বাকি ২৫% আসন ফাঁকা থাকে অর্থাৎ সেভাবে ভিড় হয় না। এই অতিরিক্ত ফাঁকা আসনগুলিকে যথাযথভাবে ব্যবহার করতে এবং অফিস টাইমে সাধারণ যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ শাখার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, মাতৃভূমি লোকালের ১২ কোচের মধ্যে শিয়ালদহের দিক থেকে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ কোচ ব্যবহার করতে পারবেন পুরুষ যাত্রীরাও।

    ট্রেনের বাকি কোচগুলি সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য রেল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। উল্লেখ্য, সম্প্রতি শিয়ালদহ শাখার তরফে সমস্ত লোকাল ট্রেনে বাড়ানো হয়েছে মহিলা কোচের সংখ্যা। যাতে করে ব্যস্ত সময়ে মহিলা যাত্রীদের প্রচণ্ড ভিড় সামলানো যায়। মহিলা যাত্রীদের জন্য ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি মাতৃভূমি লোকালে তুলনামূলক কম ভিড় থাকার বিষয়টিকে বিবেচনায় রেখেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল।

    উল্লেখ্য, শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এর আগে আজকাল ডট ইনকে জানিয়েছিলেন, ‘লোকাল ট্রেনে ইতিমধ্যেই মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি পুরুষ যাত্রীরাও যাতে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন সেকথা মাথায় রেখেই মাতৃভূমি লোকাল ট্রেনের কয়েকটি কোচ সাধারণ কোচ-এ পরিবর্তন করা হবে। যেখানে পুরুষ ও মহিলা সকলেই চড়তে পারবেন’।
  • Link to this news (আজকাল)