• বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির...
    আজকাল | ২১ এপ্রিল ২০২৫
  • মিল্টন সেন: পায়রা উড়িয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। রবিবার চুঁচুড়ার রবীন্দ্রনগর সূর্য সেন মেমোরিয়াল স্কুলে আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ আরও অনেকে।

    কলকাতার এক বেসরকারি প্যাথলজি ল্যাবের সহযোগিতায় রবিবার এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। স্থানীয় বহু মানুষ এদিন আয়োজিত শিবিরে চক্ষু পরীক্ষা থেকে সুগার, প্রেশার ইত্যাদি পরীক্ষা করান। হুগলির সাংসদ রচনা ব্যানার্জি জানান, তাঁর এলাকার সব বিধানসভাতেই এই ধরনের স্বাস্থ্য শিবির করা হবে।

    শনিবার ধনিয়াখালিতে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। এদিন চুঁচুড়ায়, আগামী দিনে অন্যান্য বিধানসভা কেন্দ্রগুলিতেও এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে। তাঁর উদ্দেশ্য, সাধারণ মানুষের কাছে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। তাছাড়া, স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি আয়োজিত শিবিরের মাধ্যমে কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থাও করেছেন তিনি।

    ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)