• নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড...
    আজকাল | ২১ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দোকানে ঢুকে নাবালকের গায়ে গরম দুধ ঢেলে দেবার অভিযোগ। অভিযুক্ত বিজেপি নেতা। এখনও অভিযুক্ত বিজেপি নেতা অধরা হলেও এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে অন্য একজনকে! পূর্ব বর্ধমানের সদর এলাকার মালকিতা গ্রামের ঘটনা। নাবালক দগ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

    জানা গিয়েছে, এই হিংস্র আক্রমণের নেপথ্যে রয়েছে সুদের টাকা আদায়ের ঘটনা। অভিযুক্ত বিজেপি নেতার নাম অমিত মাকড়। 

    দেওয়ানদিঘী থানার মালকিতা গ্রামের বাসিন্দা উমাশঙ্কর সাউকে চড়া সুদে টাকা ধার দেন বিজেপি বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের ২ নম্বর মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক অমিত মাকড়। প্রায়ই টাকা আদায়ে দোকানে হানা দিয়ে গালিগালাজ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 

    শনিবার দুপুর নাগাদও মৌসম হাজরা নামে এক যুবককে সঙ্গে নিয়ে উমা সাউয়ের দোকানে চড়াও হয় অমিত মাকড়। সেই সময় দোকানের মালিক ও ঋণগ্রহীতা দোকানে ছিলেন না। ছিল তাঁর নাবালক ছেলে। অভিযোগ, এরপর ক্রোধে উন্মত্ত হয়ে দোকানে হামলা চালায় অমিত। শুরু হয় ভাঙচুর। কিছুক্ষণ এরকম চলার পর উমাশঙ্করের ছেলে বাধা দিতে এগিয়ে আসে। তখন ক্রোধে অগ্নিশর্মা অমিত নাবালকের গায়ে ফুটন্ত দুধ ছুড়ে মারেন।

    এই আক্রমণে নাবালকের  শরীরের অনেকাংশ পুড়ে গিয়েছে। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় মানুষজন।

    বিজেপি অবশ্য এই ঘটনায় দলকে জুড়তে নারাজ। পদ্ম নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "এটা ব্যক্তিগত বিবাদ। আইন আইনের পথে চলবে। দলের সঙ্গে এর কোনও যোগ নেই।"

    নাবালকের বাবা উমাশঙ্কর সাউ দেওয়ানদিঘি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মৌসম হাজরাকে গ্রেপ্তার করলেও এখনও পলাতক বিজেপি নেতা অমিত মাকড়।

    শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "এরা কত নৃশংস তা এই ঘটনায় বোঝা যায়। এর সঠিক তদন্ত করে শাস্তির দাবি করছি।" 

    জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী বলেন, "ঘটনায় দু'জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পলাতক একঅভিযুক্তকে ধরার বিষয়ে পুলিশ চেষ্টা করছে।"
  • Link to this news (আজকাল)