ব্রিগেডে প্যালেস্তাইনের পতাকা, রতন টাটা ও বুদ্ধ’র কার্ডবোর্ড মূর্তি
দৈনিক স্টেটসম্যান | ২১ এপ্রিল ২০২৫
২০২৪-এ সিপিআইএম-এর ব্রিগেড সমাবেশে ভারতের জাতীয় পতাকা দেখা গেলেও, এইবার তাদের মঞ্চে বা গোটা ব্রিগেড মাঠ জুড়ে কোথাও জাতীয় পতাকা দেখা যায়নি। তবে প্যালেস্তাইনের পতাকা উড়তে দেখা গেছে। এ ব্যাপারে কলকাতা জেলার বাম সমর্থক আশ্মীক দাস দৈনিক স্টেটসম্যানকে জানিয়েছেন, ভিয়েতনাম থেকে শুরু করে যেখানে যেখানে মানুষের ওপরে অত্যাচার নেমে আসবে, তখন আমরা সেই দেশের পতাকা হাতে রাস্তায় নামব। ইজরায়েল একটা বর্বর দেশ, ওরা প্যালেস্টাইনের লোককে বাঁচতে দিচ্ছে না। তার জন্য আমাদের এই মিছিল। এই আন্দোলনে প্যালেস্টাইনের পতাকা হাতে মানুষের জন্য বার্তা দিচ্ছি।
এবারে সিপিএমের গণসংগঠনর ডাকা ব্রিগেড সমাবেশে অন্যতম মুখ ছিলেন নিরাপদ সরদার। তিনি দৈনিক স্টেটসম্যানকে জানান, এই ব্রিগেডে আমরা ক্ষেতমজুর, শ্রমিক, হকার সবার জীবনের দুঃখ তুলে আনব। আমরা জেলা, ব্লক এবং গ্রামে গ্রামে অনেক আন্দোলন গড়ে তুলেছি, মানুষকে এক জায়গায় এনেছি। আমরা আগামীতে আরও বড় আন্দোলন গড়ে তুলব, যাতে মানুষ এক জায়গায় আসে এবং লুটেরাদের বিরুদ্ধে লড়াই চালায়।
অন্যদিকে মধ্য হাওড়া থেকে আসা তন্ময় দাস সোলার কার্ডবোর্ডে বুদ্ধদেব ভট্টাচার্য এবং রতন টাটার মূর্তি বানিয়ে এনেছিলেন। তিনি দৈনিক স্টেটসম্যানকে জানান, বাংলার মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে মমতা ব্যানার্জির জন্য। তিনি নিজে ১৪ তলায় উঠে, আমাদেরকে পথে বসিয়ে দিয়েছেন। আমরা ইতিমধ্যেই চাই, আমাদের রাজ্যে টাটার কাজটা আবার শুরু হোক। এই দুটো মানুষই আমাদের রাজ্যের জন্য ভেবেছিলেন, তাঁদেরকে আমরা আবার ফিরে পেতে চাই।