ব্রিগেডে বক্তা হিসেবে মীনাক্ষী মুখার্জি নেই কেন? ক্ষুব্ধ সাধারণ সমর্থকরা
দৈনিক স্টেটসম্যান | ২১ এপ্রিল ২০২৫
শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি— সিপিএমের চারটি গণসংগঠনের ডাকে রবিবার সমাবেশ হল ব্রিগেডে। সেলিম-সহ বক্তা ছিলেন ছ’জন। ব্রিগেড উদ্দীপ্ত হয় বন্যা টুডুর ভাষণেও।
সিপিআইএমের গণসংগঠনের ডাকা ব্রিগেডে, মানুষের সাড়া পেলেও বহু মানুষ ক্ষুব্ধ। কারণ বামেদের ‘আগুন পাখি’ বলে পরিচিত মীনাক্ষীকে মঞ্চে বলতে দেওয়া হয়নি। মীনাক্ষীর ভাষণ ২০২৪-এর ব্রিগেডে অনেক বাম কর্মী সমর্থকের উৎসাহ বাড়ালেও ভোটে প্রভাব পড়েনি। তবে এইবারে বামেদের গণসংগঠনগুলির ডাকা ব্রিগেডে মীনাক্ষী মুখার্জীকে বলতে দেওয়া হয়নি বলে সাধারণ বাম কর্মী-সমর্থকদের চোখে মুখে হতাশার ছায়া দেখা গেল।
হুগলি থেকে আসা বাম সমর্থক সুকুমার দাস দৈনিক স্টেটসম্যানকে জানান, আমরা খুব উৎসাহিত আছি এই ব্রিগেডের জন্য। তবে মিনাক্ষী মুখার্জীকে দেখতে না পেয়ে আমরা আশাহত হয়েছি। মীনাক্ষী মুখার্জীর ভাষণ আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। এবারের ব্রিগেডে তাঁকে কেন দেখা গেল না, সেইটা নিয়ে মনে কষ্ট আছে। হয়তো সে এইবার বলার মতো সময় পায়নি, তাই জন্য বলেননি। বন্যা টুডু বলেছেন, সবাই বলেছেন খুব ভালো, সেলিম সাহেবের আমি খুব বড় ফ্যান। তবে মীনাক্ষী মুখার্জির জন্য আমার খারাপ লেগেছে।
ক্যানিং থেকে আসা বাম কর্মী নিপা দাস জানান , মীনাক্ষীর বক্তৃতা খুব ভালো লাগে। ওর মধ্যে লড়াই করার একটা ক্ষমতা আছে। কিন্তু ওকে বলতে না দেওয়ায় আমার খুব খারাপ লেগেছে ওর বক্তৃতা শুনবো আশা করেছিলাম।
এই বিষয়ে মীনাক্ষী মুখার্জীকে দৈনিক স্টেটসম্যানের পক্ষে থেকে প্রশ্ন করা হলে তিনি জানান, দল নতুন যুগদের সুযোগ করে দিয়েছে। আমরা শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তি উন্নয়নের পক্ষ থেকে সকলের জন্য প্রেসমিট করে সকলকে আহ্বান জানিয়েছিলাম। যাঁরা সমাজ মাধ্যমে লিখছেন বা যাঁরা এখানে এসে বলছেন, তাঁরা নেহাতই আবেগপ্রবণ হয়ে বলেছেন। আজকের ব্রিগেড থেকে যে বার্তা গেছে, আগামীতে আমাদের ছাত্র, যুব, মহিলা এবং সমস্ত ফেডারেশনের লোকজন বুক বেঁধে ২৬-এ ভোটের জন্য লড়াই করবে।