সোমবার থেকে প্রচণ্ড গরমে নাজেহাল হবে দক্ষিণের জেলাগুলি
দৈনিক স্টেটসম্যান | ২১ এপ্রিল ২০২৫
কালবৈশাখীর দাপট আপাতত শেষ। এবার বাড়বে গরম। প্রচণ্ড তাপপ্রবাহে নাজেহাল হতে চলেছে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে দিনের তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি বাড়তে চলেছে।
যদিও রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি কম।
প্রসঙ্গত চৈত্র মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণের জেলাগুলিতে প্রচণ্ড তাপপ্রবাহের সৃষ্টি হয়। বৈশাখের শুরুতে কালবৈশাখীর দাপটে রাজ্যবাসীকে সাময়িক স্বস্তি দিয়েছে। কিন্তু চলতি সপ্তাহেই ফের গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার কোনও পরিবর্তন না হলেও সোমবার থেকে তাপমাত্রা প্রায় চার-পাঁচ ডিগ্রি বেড়ে রাজ্যবাসীকে নাজেহাল করে দিতে পারে। এমনকি সোমবার থেকে দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সারা সপ্তাহ ধরেই কম-বেশি বৃষ্টি চলতে থাকবে। এইসব জেলায় মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেইসঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গেও আগামী চার দিনে তাপামাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে।