• কতদিন আর এভাবে থাকব! চোখেমুখে ভয় নিয়েই ঘরে ফিরছেন ধুলিয়ানের অঞ্জনারা
    ২৪ ঘন্টা | ২১ এপ্রিল ২০২৫
  • রণজয় সিংহ: মুখে চোখে ভয়ের ছাপ। মনে আতঙ্ক। আর এই নিয়েই ঘরে ফিরছে মুর্শিদাবাদের হিংসায় ক্ষতিগ্রস্ত ধুলিয়ানের বাসিন্দারা। মালদা ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে তাদের মালদার পারলালপুর ক্যাম্প থেকে ফেরানো হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ানে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তার।

    প্রশাসন আশ্বাস দিলেও ঘরছাড়ারা তাতে ভরসা করতে পারছেন না। তাও এভাবেই ফিরতে হচ্ছে নিজের বাড়িতে। অনেকের বাড়ি ভেঙে গিয়েছে। তারা বলছেন প্রয়োজনে গাছ তলায় আশ্রয় নেব। না হলে আত্মীয়ের বাড়ি চলে যাব।  ৯ দিন আগে  ভয়াবহ হিংসায় ক্ষতিগ্রস্ত, ধুলিয়ানের বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন গঙ্গা নদী পার করে মালদার বৈষ্ণবনগরের পারলালপুরে। পারলালপুর হাইস্কুলে শিবির করে ছিলেন তারা। রাজনৈতিক দল থেকে, মানবাধিকার কমিশন, মহিলা কমিশনের প্রতিনিধিরা তাদের সাথে দেখা করে গিয়েছেন। তাদের অভিযোগও শুনেছেন। এই পরিস্থিতিতে শনিবারের পর রবিবারও মানুষের ঘরে ফেরার শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ নৌকায় তাদের বাড়িতে ফেরানো হচ্ছে গঙ্গা নদী পার করে।

    ঘরে ফেরার আগে ঘরছাড়া অঞ্জনা মণ্ডল বলেন, শনিবার চলে এসেছিলাম। আজ বাড়ি ফিরছি। ভয়ে ভয়ে যাচ্ছি। সবাই বলছে যাও। কতদিন আর এভাবে থাকব। ৯ দিন হয়ে গেল। দেখা যাক কী হয়।  মেনকা মণ্ডল নামে অন্য এক মহিলা বলেন, ৯ দিন পরে ভয়ে ভয়ে বাড়ি যাচ্ছি। প্রশাসন বলছে ভয় নেই, যান। ছেলে বউকে নিয়ে চলে এসেছিলাম। বেদবোনার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুখচরণ মণ্ডল বলেন, এখন ওরা বলছে, নিজের বাড়িতে ফিরে যাও। কোনও ভয় নেই। ওখানকার বিডিও দেখবে। ভয়ে ভয়েই যাচ্ছি। এখানকার মানুষজনও বলছে বাড়ি যাও। আমার টোটো ছিল, ভেঙচুরে চুরমার করে দিয়েছে। 

  • Link to this news (২৪ ঘন্টা)