• নিশানায় তৃণমূল-বিজেপি, 'আজ থেকে লড়াই শুরু', ব্রিগেড থেকে বার্তা সেলিমের..
    ২৪ ঘন্টা | ২১ এপ্রিল ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শূন্যের গেরো কি কাটাতে পারবে বামেরা? 'আজ থেকে লড়াই শুরু', ব্রিগেডের মঞ্চ থেকে বার্তা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বললেন, 'যাঁরা আন্দোলনকারীদের ঘরছাড়া করছে, আমরা শপথ নিচ্ছি, তাঁদের আমরা রাজ্যছাড়া করে ছাড়ব'।

    বছর ঘুরলেই বিধানসভা ভোট। ছাব্বিশের আগে ব্রিগেডে শক্তির প্রদর্শন বামেদের। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর এই প্রথম। কৃষকসভা, সিটু, ক্ষেতমজুর সংগঠনের সভায় সেলিম বলেন, 'যাঁরা দূরবীন নিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, ব্রিগেডে এই মেহনতী মানুষের সমাবেশে তাঁদের বুকে কাঁপন ধরেছে। আমরা কাউকে ভয় দেখাতে আসিনি। গোটা রাজ্যে যে অবস্থা চলছে, গোটা দেশে যে অবস্থা চলছে, খেটে খাওয়া মানুষ, যাঁরা পরিশ্রম করছে, তাঁদের পরিশ্রমের জায়গা কম হচ্ছে।  খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়া পর্য়ায়ে নিয়ে যাচ্ছে। যাঁরা লুঠের খাচ্ছে, তারা লুঠের বাজার বড় করতে চাইছে। যাঁরা লুঠের খাচ্ছে, তারা লুঠের বাজার বড় করতে চাইছে। মোদী-মমতার সরকার এই কাজ করার জায়গাটা ছোট করে দিচ্ছে'।

    কীভাবে? সেলিম বলেন, 'কোনও কেন্দ্রীয় সরকারের দফতরে, কোনও রাজ্য  সরকারের দফতরে নিয়োগ হচ্ছে না। নতুন কল-কারখানা হচ্ছে না। যদিবা পুলিসে, শিক্ষকে নিয়োগ হয়, সেখানে দুর্নীতির পাহাড়।  সুপ্রিম কোর্ট পর্যন্ত মুখ্যমন্ত্রীর  নাকে ঝামা ঘষে দিয়েছে। ২৬ হাজার জনের চাকরি গিয়েছে। আর জি করে কীভাবে পিজিটি কীভাবে খুন হল, ধর্ষণ হল, লক্ষ লক্ষ মানুষ নামল রাজ্যজুড়ে। বিচার চাই, ইনসাফ চাই। কেন্দ্র ও রাজ্য সরকার ঠিক করল, কলকাতা ও সিবিআই এক লাইনে দাঁড়িয়ে গেল। বলল, আইনে বিচার হবে না। লাইনে চলবে'।

    সেলিমের দাবি, 'রাজ্য পালটাচ্ছে, মানুষ নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য সোচ্চার হচ্ছে। ২০১১-র পরে যখনই আমরা ব্রিগেড দেখেছে, রাস্তায় ততই আক্রমণ, বাড়িতে হামলা-হুমকি, যে বাসে করে এসেছে, সেই বাসে হামলা। কলকাতায় সমাবেশ হয়েছে, নির্লজ্জ কলকাতা পুলিসকে গিয়ে বাসগুলি ভাঙচুর করা হয়েছে। এখন আর কিন্তু সেই অবস্থা নেই। দিন পালটাচ্ছে, তার আগাম বার্তা এসেছে। কোচবিহার থেকে কাকদ্বীর কারও মুরোদ হবে না, লাল ঝান্ডা গায়ে হাত তুলবে!  গবীর মানুষ, খেটে খাওয়া মানুষ যখন এককাট্টা হয়, তার যে শক্তি, সেই শক্তির মোকাবিলা কেউ করতে পারে না। বিজেপি-তৃণমূল খেটে খাওয়া মানুষের ঐক্যকে ফাটল ধরাচ্ছে'। 

  • Link to this news (২৪ ঘন্টা)