• সপ্তাহের প্রথম দিন থেকেই ‘লেডিজ স্পেশাল’ ট্রেনে এন্ট্রি পুরুষযাত্রীদের! ভিড় নিয়ে কমল চিন্তা
    প্রতিদিন | ২১ এপ্রিল ২০২৫
  • সুব্রত বিশ্বাস: সিদ্ধান্ত হয়েছে আগেই। এবার বাস্তবায়নের পালা। সপ্তাহের প্রথম দিন, সোমবার থেকে ‘মাতৃভূমি লোকাল’ বা ‘লেডিজ স্পেশাল’ ট্রেনে উঠতে পারবেন পুরুষরাও! সুখবর শোনাল শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহের ওই ট্রেনের নির্ধারিত মাঝের তিনটি কামরায় এই সুবিধা মিলবে।এর জন্য তাঁদের কোনও জরিমানা দিতে হবে না, কোনও সাজাও হবে না। অফিস টাইমে ভিড়ের চাপে নাকালও হতে হবে না পুরুষ নিত্যযাত্রীদের।

    এই মুহূর্তে শিয়ালদহের বিভিন্ন শাখায় মোট ছ’জোড়া ‘লেডিজ স্পেশাল’ ট্রেন চলে। অফিস টাইম ছাড়া অন‌্য সময়ের এই মহিলাদের বরাদ্দ ট্রেনে জায়গা ফাঁকা থাকা সত্ত্বেও পুরুষদের উঠতে দেওয়া হয় না বলে দাবি তুলে বিক্ষোভ দেখান যাত্রীরা। এনিয়ে দফায় দফায় রেল অবরোধ হয় বিভিন্ন শাখায়। এরপর ‘লেডিজ স্পেশাল’ ট্রেনগুলির ট্রেনে সার্ভে করার পর রবিবার এই সিদ্ধান্ত ঘোষণা করে রেল।

    শিয়ালদহের লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সংখ‌্যা ক্রমশঃ বাড়ায় সম্প্রতি ডিভিশনের ৯০০টি ট্রেনে মহিলাদের জন‌্য বরাদ্দ কামরা বাড়ানো হয়েছে। প্রতিটি ট্রেনে তিনটি কামরা সংরক্ষিত করা হয়েছে। মহিলা কামরা বাড়তেই পুরুষ যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। দিন তিনেক ধরে নানা জায়াগায় প্রতিবাদে ট্রেন অবরোধ করেন এই যাত্রীরা। তাঁদের দাবি, সাধারণ কামরা কমিয়ে দেওয়ায় অত‌্যাধিক ভিড়ের চাপ বেড়েছে। পাশাপাশি মহিলাদের জন্য দেওয়া মাতৃভূমি লোকালে ভিড় তেমন হয় না। ফলে সেই ট্রেনের কিছু কামরা পুরুষদের জন‌্য ছেড়ে দেওয়া হোক। যাত্রীদের এই দাবিকে মান‌্যতা দিতে রেল ‘মাতৃভূমি স্পেশালে’ সার্ভে করে সিদ্ধান্ত নেয় শিয়ালদহ ডিভিশন। তাতেই স্বস্তি। সোমবার থেকে লেডিজ স্পেশালেও নির্ধারিত কামরায় পুরুষ যাত্রীরা নিশ্চিন্তে উঠতে পারবেন।
  • Link to this news (প্রতিদিন)