রমেন দাস: হারানো চাকরি ফিরে পাওয়ার আশা বুকে বেঁধে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের উপর আস্থা রেখেছেন ‘যোগ্য’ চাকরিপ্রার্থীরা। সেই কারণে পূর্বঘোষণা সত্ত্বেও শেষ মুহূর্তে সোমবার নবান্ন অভিযানের পরিকল্পনা স্থগিত করেছে ‘চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ’। তাঁদের তরফে অন্যতম আহ্বায়ক দেবাশিস বিশ্বাস জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান, তাই কর্মসূচি আপাতত বাদ রাখলেন। এদিকে, সোমবার যোগ্য-অযোগ্য শিক্ষকদের তালিকা আলাদা করে প্রকাশ করতে চলেছে এসএসসি। সেই অপেক্ষায় রয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে কমিশনের উপর চাপ বাড়াতে সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দিল যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত তাঁরা সেখানেই থাকবেন বলে জানিয়েছেন।
‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চে’র তরফে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি তথা আন্দোলনের মুখ হয়ে ওঠা মেহবুব মণ্ডল রবিবার জানিয়েছেন, সোমবার যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশন অভিযানের ডাক দেওয়া হয়েছে। দুপুর ১২ টার সময় করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হবে। জমায়েত হবে করুণাময়ী বাস স্ট্যান্ডে। এরপর এগোবে বিকাশ ভবনের দিকে। যতক্ষণ না তালিকা প্রকাশ করা হবে, ততক্ষণ তাঁরা সেখানে থাকবেন। এমনকী তালিকা প্রকাশিত না করা হলে সেখানে অবস্থানেও বসতে পারেন, এই ইঙ্গিত দিয়েছেন মেহবুব।
গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর। যোগ্য-অযোগ্য তালিকায় অস্পষ্টতা থাকায় ২০১৬ সালের প্যানেলই বাতিল করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আকস্মিকভাবে চাকরি হারানোয় হতাশার পাশাপাশি ভবিষ্যৎ চিন্তা গ্রাস করেছে তাঁদের। যদিও শীর্ষ আদালতের নির্দেশ মেনে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন করে নিয়োগ হবে। এই পরিস্থিতিতে নিজেদের আন্দোলন চালিয়ে যেতে একাধিক সংগঠন তৈরি হয়েছে চাকরিহারাদের মধ্যে। এর মধ্যে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’ এর আগে গত ৭ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সমাবেশে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেন। এরপর বেরিয়ে মেহবুবই জানান, বেশ কয়েকটি বিষয় দাবি তুলে তাঁদের আন্দোলন চলবে। এবার তাঁরাই নতুন কর্মসূচি ঘোষণা করলেন।