বিজেপির মোট ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ৩৯টি সাংগঠনিক জেলার সভাপিতদের নাম আগেই ঘোষণা হয়েছিল। এ বার আরও ছ’টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। রবিবার সেই তালিকা প্রকাশিত হয়েছে।
নতুন ছয় সাংগঠনিক জেলার মধ্যে তিনটিতে বিদায়ী সভাপতিরাই পুনর্নির্বাচিত হয়েছেন। যাদবপুর সাংগঠনিক জেলায় মনোরঞ্জন জোদ্দার, মথুরাপুরে নবেন্দুসুন্দর নস্কর এবং ঝাড়গ্রামে তুফান মাহাতোকেই সভাপতি করা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর জেলায় সভাপতি হয়েছেন নিমাই কবিরাজ, নদিয়া দক্ষিণের সভানেত্রী হয়েছেন অপর্ণা নন্দী এবং কাটোয়ায় সভানেত্রী নির্বাচিত হয়েছেন স্মৃতিকণা বসু।
আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করার কথা রয়েছে বিজেপির। তার আগে যদিও বাকি চারটি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করা হবে। এ মাসের শেষেই বাকি চারটি সাংগঠনিক জেলার নাম ঘোষণা করা হতে পারে বলে খবর।
উল্লেখ্য, প্রথম দু’দফায় মোট ৩৩টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করে বিজেপি। এপ্রিলের শুরুতেই আলিপুরদুয়ার, বহরমপুর, ডায়মন্ড হারবার, হাওড়া গ্রামীণ, মেদিনীপুর, বিষ্ণুপুর, বোলপুর ও বীরভূম সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়। যার মধ্যে বীরভূম বাদে বাকি সব জেলাতেই নতুন মুখ নিয়ে আসা হয়।
তথ্য সহায়তা: মণিপুষ্পক সেনগুপ্ত