• গাড়িতে টোটোর ধাক্কা, দুর্ঘটনায় আহত মা-শিশুকে নিয়ে হাসপাতাল ছুটলেন মন্ত্রী
    এই সময় | ২১ এপ্রিল ২০২৫
  • রবিবার রাতে দুর্ঘটনার সম্মুখীন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি। একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। রবিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। একটি শিশু-সহ এক মহিলা টোটো যাত্রী আহত হন। তাঁদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেন মন্ত্রী নিজেই। 

    জানা গিয়েছে, মেদিনীপুর শহরে একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। গাড়িতে তাঁর মা চুনীবালা হাঁসদাও ছিলেন। শহরের গির্জা এলাকায় হঠাৎই একটি যাত্রী বোঝাই টোটো মন্ত্রীর গাড়ির সামনে চলে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে চালকের দিকে উল্টে যায়। টোটাতে ছিলেন এক মহিলা, তাঁর ৯ মাসের সন্তান-সহ কয়েকজন। 

    টোটো থেকে পড়ে গিয়ে ওই মহিলা ও শিশুটি সামান্য আহত হন। মন্ত্রীর গাড়ির চালকের দিকের লুকিং গ্লাস ভেঙে যায়। এর পরেই মন্ত্রী গাড়ি থেকে নেমে দ্রুত ওই মা ও শিশুকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই ছেড়ে দেওয়া হয়েছে। 

    মেদিনীপুর মেডিক্যাল কলেজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ‘আমি একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলাম। গির্জার মোড়ের কাছে হঠাৎ একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে আমার গাড়ির সামনে উল্টে যায়। আমি গাড়ি থেকে নেমে একজন মহিলা ও তাঁর সন্তানকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসি। অল্পবিস্তর চোট পেয়েছিলেন ওই মহিলা। শিশুটি ভালো আছে। দু’জনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’

    আহত ওই মহিলা বলেন, ‘বৃষ্টি পড়ছিল। টোটোর চারিদিক ঘেরা ছিল। হঠাৎ কী ভাবে উল্টে যায় বুঝতেই পারিনি!’ আহতদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর রাত ১১টা নাগাদ হাসপাতাল থেকে ফেরেন মন্ত্রীও। মন্ত্রী নিজে দায়িত্ব নেওয়ায় খুশি স্থানীয়রা। 

  • Link to this news (এই সময়)